ফণির জেরে কলকাতায় বিপদে পড়লে কোন নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে সাহায্য?

May 02, 2019, 22:06 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ফণির মোকাবিলায় তটস্থ রাজ্য প্রশাসন। ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে নবান্ন। এবার কলকাতা পুলিসের তরফেও খোলা হল কন্ট্রোল রুম। 

2/5

কলকাতা পুলিস জানিয়েছে, সর্বক্ষণ খোলা থাকবে কন্ট্রোলরুম। পূর্ত দফতর, দমকল বিভাগ ও অন্যান্য সরকারি পরিষেবার আধিকারিকরা থাকবেন। তৈরি থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। 

3/5

বিপদে পড়লে ডায়াল করুন কন্ট্রোল রুমে। নম্বর- ০৩৩-২২১৪৩০২৪/ ২২১৪-৩২৩০/২২১৪-১৩১০। ১০০ ডায়ালও করতে পারবেন।   

4/5

থাকছে বিশেষ হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০৪৪৪। এখানে হোয়াটসঅ্যাপও করতে পারবেন নাগরিকরা। 

5/5

শুক্রবার ওডিশা উপকূলে ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ফণি। তার প্রভাবে রাজ্যে শুরু হবে প্রবল ঝড়বৃষ্টি।