বাবাকে বাঁচাতে লিভারের ৬৫ শতাংশ দান, ১৯ বছরের মেয়ের জন্য ধন্যি ধন্যি রব

| Apr 20, 2019, 18:12 PM IST
1/5

বাবার জন্যে লিভারের ৬৫ শতাংশ দান করল ১৯ বছরের মেয়ে

বাবার জন্যে লিভারের ৬৫ শতাংশ দান করল ১৯ বছরের মেয়ে

১৯ বছরের মেয়ে। এই বয়সেই সে যেন পাঠ পড়িয়ে গেল সমাজকে। বাবা-মেয়ের সম্পর্কের অর্থ ঠিক কতটা গভীরে লুকিয়ে, বুঝিয়ে গেল সে। 

2/5

বাবার জন্যে লিভারের ৬৫ শতাংশ দান করল ১৯ বছরের মেয়ে

বাবার জন্যে লিভারের ৬৫ শতাংশ দান করল ১৯ বছরের মেয়ে

বাবাকে বাঁচাতে নিজের লিভারের ৬৫ শতাংশ দান করলেন রাখি দত্ত। নিজের ভবিষ্যত, অপারেশন পরবর্তী সেলাইয়ের দাগ- কোনও কিছুর পরোয়া করেননি রাখি। বাবাকে বাঁচানোই তাঁর কাছে একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল। 

3/5

বাবার জন্যে লিভারের ৬৫ শতাংশ দান করল ১৯ বছরের মেয়ে

বাবার জন্যে লিভারের ৬৫ শতাংশ দান করল ১৯ বছরের মেয়ে

১৯ বছরের রাখি বলছেন, তিনি নিজের কর্তব্য পালন করেছেন। বাবার জীবন বাঁচাতে যেটুকু করণীয় তিনি শুধু সেটুকুই করেছেন। কিন্তু অনেকেই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন সমাজের সামনে দৃষ্টান্ত স্থাপন করার জন্য। অবক্ষয়ের মাঝে দাঁড়িয়ে তিনি যেন জীবনের গান গেয়েছেন। মেয়ের সঙ্গে বাবার সম্পর্কের নতুন সংজ্ঞা লিখে রাখলেন কলকাতার এই মেয়ে। 

4/5

বাবার জন্যে লিভারের ৬৫ শতাংশ দান করল ১৯ বছরের মেয়ে

বাবার জন্যে লিভারের ৬৫ শতাংশ দান করল ১৯ বছরের মেয়ে

বাবার সঙ্গে রাখির একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অস্ত্রোপচারের পরবর্তী সময়ের ছবি। বাবাকে বাঁচিয়ে তোলার আনন্দ, স্বস্তি যেন তাঁর চোখে-মুখে স্পষ্ট। অন্যদিকে, মেয়ের জন্য স্নেহ, ভালবাসায় বাবাও যেন গর্বের হাসি হাসছেন। নেট-দুনিয়ায় এখন রাখির জন্য ধন্যি ধন্যি রব। 

5/5

বাবার জন্যে লিভারের ৬৫ শতাংশ দান করল ১৯ বছরের মেয়ে

বাবার জন্যে লিভারের ৬৫ শতাংশ দান করল ১৯ বছরের মেয়ে

রাখির একটি ছবি পোস্ট করেছেন হর্ষ গোয়েঙ্কা। লিখেছেন, ১৯ বছরের রাখি নিজের লিভারের ৬৫ শতাংশ দান করে বাবার জীবন বাঁচিয়েছে। নিজের ভবিষ্যত, অপারেশনের যন্ত্রণা ও সেলাইয়ের দাগের পরোয়া না করে। বাবার জন্য মেয়েদের ভালবাসা স্পেশাল। (ছবি সৌজন্যে : রাখি দত্তের ফেসবুক প্রোফাইল)