মেপে খান, রসদ বাঁচিয়ে রাখুন, লকডাউনের মধ্যে খাবার সঞ্চয়ের বার্তা কণীনিকার

Mar 27, 2020, 14:03 PM IST
1/5

করোনা আতঙ্কের জেরে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ফলে সাধারণ মানুষের সঙ্গে সেলেবরাও ঘরবন্দি। ফলে কখনও রান্না করে আবার কখনও সতর্কতামূলক পোস্ট করে সময় কাটাচ্ছেন অভিনেতা, অভিনেত্রীরা। সেই তালিকা থেকে বাদ পড়লেন না কণীনিকা বন্দ্যোপাধ্যায়ও

2/5

ঘরে বসে মুড়ি ভাজার ছবি শেয়ার করেন কণীনিকা। ওই ছবির পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে প্রত্যেককে সতর্কও করেন জনপ্রিয় অভিনেত্রী

3/5

তিনি বলেন, প্রত্যেকে মেপে খান। রসদ বাঁচিয়ে রাখুন। ২১ দিনের মধ্যে পরিস্থিতি না বদলে গেলে, লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দেন অভিনেত্রী। সেই কারণে বর্তমানে খাবার সঞ্চয় করে রাখা অত্যন্ত প্রয়োজন বলেও মনে করেন কণীনিকা 

4/5

শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে কেউ লড়াই, ঝগড়া করবেন না। ধর্ম নিয়েও লড়বেন না বলেও বার্তা দেন অভিনেত্রী 

5/5

পাশাপাশি বর্তমানে নিজেরা বেঁচে থেকে পৃথিবীর খেয়াল রাখতে হবে। এই লড়াইয়ে সবাইকে জিততে হবে বলে আশা প্রকাশ করেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়