close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

সেঞ্চুরির দোড়গোড়ায় কুলদীপ! শামিকে টপকে রেকর্ডের হাতছানি

Aug 14, 2019, 10:48 AM IST
1/5

1

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ১০০ উইকেট নেওয়ার হাতছানি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের সামনে।

2/5

2

আজকের ম্যাচে ৪ উইকেট নিতে পারলেই ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করবেন কুলদীপ।  

3/5

3

আজ ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেই ওয়ানডেতে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে একশো উইকেট নেওয়ার নজির গড়বেন কুলদীপ।  

4/5

4

ওয়ানডেতে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড বর্তমানে মহম্মদ শামির দখলে। ৫৬ ম্যাচে তিনি ১০০ উইকেট নেন।

5/5

5

এখন পর্যন্ত ৫৪টি ওডিআই ম্যাচে ৯৬টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।