ভারতের বাজারে এল ল্যাম্বর্গিনির নতুন এসইউভি, দেখুন ছবি

Jan 11, 2018, 15:49 PM IST
1/4

ভারতের বাজারে এল ল্যাম্বর্গিনির এসইউভি উরুস। তিন কোটি টাকা দামের এই চার চাকা মাত্র৩০ দিন আগেই বিশ্ববাজারে লঞ্চ করেছিল ইতালিয় এই সংস্থা। এটি ল্যাম্বর্গিনির দ্বিতীয় এসইউভি। সংস্থার আশা, ভারতে ভাল ক্রেতা পাবে উরুস।  

2/4

ল্যাম্বর্গিনির অন্যান্য মডেলের থেকে অনেক বাস্তবসম্মত নতুন উরুস। এতে রয়েছে ৪ লিটার V8 ইঞ্জিন। এই প্রথম বাজারে টার্বো ইঞ্জিন আনল ল্যাম্বি। এর থেকে মিলবে ৬৪১ অশ্বক্ষমতা শক্তি, ৮৫০ নিউটোমিটার টর্ক। 

3/4

মাত্র ৩.৬ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছকে পারে এই এসইউভি। ১২.৮ সেকেন্ডে পৌঁছতে পারে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। গাড়িটির সর্বোচ্চ গতি ৩০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ গতির নিরিখে বিশ্বের দ্রুততম এসইউভি উরুস।     

4/4

প্রয়োজন অনুসারে বদল করা যায় উরুসের সাসপেনশন। গাড়িটির সামনের চাকায় রয়েছে ৪৪০মিমি ডিস ব্রেক। পিছনের চাকায় রয়েছে ৩৭০মিমি ডিস ব্রেক। এই গাড়ির জন্য বিশেষ টায়ার তৈরি করেছে ল্যাম্বর্গিনি।