Rs 2000 Notes: জমা দেওয়ার আজই শেষ দিন, রবিবার থেকেই স্রেফ কাগজের টুকরো হয়ে যাবে ২০০০ এর নোট
Sep 30, 2023, 17:23 PM IST
1/5
আগামিকাল অর্থাত্ ১ অক্টোবর থেকেই ২০০০ টাকার নোট স্রেফ একটা কাগজের টুকরো হয়ে যাবে। কারণ ওই নোট দিয়ে লেনদেন সেপ্টেম্বরের শেষের পর বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
2/5
রিজার্ভ ব্যাঙ্ক বা যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে ২ হাজারের নোট বদল করে নেওয়া যাবে। সেই সময়সীমার আজই শেষ দিন।
photos
TRENDING NOW
3/5
২০১৬ সালের নভেম্বরে আচমকাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেয় কেন্দ্র। তার পরিবর্তে বাজারে আসে ২০০০ টাকার নোট। এ বছর মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হব। সেই নোট জমা দেওয়ার শেষ তারিখ আজ ৩০ সেপ্টেম্বর।
4/5
এখন অক্টোবর থেকে কী হবে? সরকারের বক্তব্য, ২ হাজারের নোট বাতিল হচ্ছে না। তবে তা দিয়ে কোনও লেনদেন করা যাবে না।
5/5
সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও যদি কারও কাছে ২০০০ এর নোট থেকে যায় তাহলে কী হবে? ওই নোট বাজারে না চললেও তা একমাত্র রিজার্ভ ব্যাঙ্কেই বদল করা যাবে।