টেনিস কোর্ট থেকে মাছের বাজার, নতুন রূপে লিয়েন্ডার পেজ

এবার নতুন রূপে কাজ শুরু করলেন পেজ 

Nov 12, 2021, 16:57 PM IST

বৃহস্পতিবার টুইট করে লিয়েন্ডার পেজ জানান আমবেলিমে মুক্তিযোদ্ধা জুলিয়াও মেনেজেসের বাড়িতে শ্রদ্ধা নিবেদন করে এবং কোলেভাড্ডো ডকইয়ার্ডে জেলেদের সাথে কথা বলে, তাদের সমস্যা ও আকাঙ্খার কথা শুনে #NaveSakalichiBhasabhas শুরু করেছেন তিনি। শুক্রবার সেই প্রচারের দ্বিতীয় দিনে সাধারন মানুষের মাঝে ঘুরে তাদের সঙ্গে কথা বলে সময় কাটালেন লিয়েন্ডার। 

1/5

নব প্রজন্মের সঙ্গে

with the new generation

নব প্রজন্মের হাতে লিয়েন্ডার তুলে দিলেন তৃণমূলের প্রচারের টুপি। 

2/5

মাছের বাজারে

in the fish market

মাছের বাজারে গিয়ে দেখা করলেন বিক্রেতাদের সঙ্গে 

3/5

সব্জি বিক্রেতার সঙ্গে

with the vegetable seller

সব্জি বিক্রেতার সঙ্গেও কথা বললেন লিয়েন্ডার। দ্বিতীয় দিনের প্রচারে মূলত থাকলেন সাধারন মানুষের সঙ্গেই 

4/5

সাধারনের মাঝে

In the middle of common people

টেনিস কোর্টের তারকার পরিচয় ছেড়ে তৃণমূলের হয়ে প্রচারের শুরুতেই সাধারন মানুষকে আপন করে নিলেন লিয়েন্ডার।

5/5

মন্দির থেকে মাছের বাজার সর্বত্রই প্রচার করল তৃণমূল

tmc campaigned in every corner

লিয়েন্ডার পেজ, স্বাতী কেরকার এবং আন্তোনিও ক্লোভিস সহ গোয়া টিএমসি নেতারা মারুতি মন্দির, আসসোলনা থেকে তাদের দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার শুরু করেন।