1/7
শান্ত ছিলেন এঁরাও
ক্যাপ্টেন কুল। এই নামেই তাঁর ব্যপ্তি। বিপক্ষের স্লেজিং হোক বা টেনশন-এর মুহূর্ত। নির্লিপ্ত মুখ নিয়ে সব পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখতে পারেন। দেখে মনে হবে, জীবনের সব থেকে কঠিন দিনেও মহেন্দ্র সিং ধোনি 'কুল' থাকতে পারেন। যেন ক্রিকেট মাঠে মাথা ঠাণ্ডা রাখার ওষুধ খেয়ে নামেন এমএসডি। আন্তর্জাতিক ক্রিকেটে শান্ত থাকার মন্ত্র ছড়িয়েছেন ধোনি। কিন্তু তিনি ক্রিকেটে আসার আগে বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন এমন। যাঁদের দর্শন ছিল, পরিস্থিতি যাই হোক, মাথা ঠাণ্ডাই থাকবে। আসুন দেখে নেওয়া যাক তাঁদের-
2/7
শান্ত ছিলেন এঁরাও
রাহুল দ্রাবিড়- ওল্ড স্কুল ক্রিকেটার। তাঁকে এখনও এই নামেই ডাকা হয়। টেস্ট ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে ঠিক যেমন মানসিকতার প্রয়োজন হয়, দ্রাবিড় তেমনই। ওপেনাররা দ্রুত আউট হলে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারতেন। ক্রিকেট বিশারদরা বলেন, টেস্ট ক্রিকেটে সাফল্য পেতে হলে শান্ত অথচ খুনে হতে হবে। দ্রাবিড় তেমনই। অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড, স্লেজিং করে 'দ্য ওয়াল' হেলিয়ে দেওয়ার ক্ষমতা তেমন কারও ছিল না।
photos
TRENDING NOW
3/7
শান্ত ছিলেন এঁরাও
4/7
শান্ত ছিলেন এঁরাও
5/7
শান্ত ছিলেন এঁরাও
6/7
শান্ত ছিলেন এঁরাও
7/7
শান্ত ছিলেন এঁরাও
photos