১০ লাখে চিতাবাঘের চামড়া! ফাঁদ পেতে কুঁদঘাট এলাকায় ধৃত ২

Nov 09, 2020, 14:41 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : পাচারের আগেই কলকাতায় উদ্ধার হল চিতাবাঘের চামড়া। এই ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বাইক।

2/5

ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল যৌথ উদ্যোগে অভিযান চালায়। তখনই উদ্ধার হয় চিতাবাঘের চামড়াটি। অভিযুক্তদের সল্টলেকের বন দফতরের অফিসে নিয়ে আসা হয়েছে।

3/5

সূত্র মারফত খবর আসে, চিতাবাঘের চামড়া বিক্রি করার জন্য দুজন ক্রেতা খুঁজছে। সেইমত ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করে গোয়েন্দারা। ১০ লাখ টাকার বিনিময়ে চামড়ার ডিল হয়। 

4/5

আজ সেই চামড়া কিনতে যাওয়া হয়। দুজন বাইকে করে টালিগঞ্জ থেকে কুঁদঘাট যাওয়ার মাঝ বরাবর একটি জায়গায় আসে। একটি ব্যাগের মধ্যে করে চামড়াটি নিয়ে আসে তারা। তারা আসতেই তাদের চেপে ধরেন অফিসাররা। 

5/5

তাদের কাছ থেকে চামড়াটি উদ্ধার হয়। এরপর তাদের আটক করা হয়। জানা গিয়েছে, দুজনেই পেশায় গাড়িচালক ও টালিগঞ্জ এলাকার বাসিন্দা। তবে চক্রের বাকিরা চারিদিকে ছড়িয়ে ছিল। তারা চম্পট দিয়েছে।