LGBTQ: 'সুচেতনা, এই পথে আলো জ্বেলে-- এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে'?
Suchetana Bhattacharya: 'এলজিবিটিকিউ' বা 'এলজিবিটিকিউ+'। একটা বৃহত্তর সামাজিক আন্দোলন। এই চাবিশব্দটিকে ভাঙলে পাওয়া যায় 'লেসবিয়ান-গে-বাইসেক্সুয়াল-ট্রান্সজেন্ডার' শব্দবন্ধ। বিশ্ব জুড়ে এই গোত্রের মানুষের বর্গকে মিলিত ভাবে চিহ্নায়িত করা হয় এই শব্দটির মাধ্যমে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যৌনতা, যৌনতার অভিজ্ঞান দৈনন্দিন জীবনে এখন আর কোনও দূরতর দ্বীপ নয়। বিকেলের নক্ষত্রের কাছে, দারুচিনি-বনানীর ফাঁকে এখনও ব্যক্তিমানুষের যে-নির্জনতাটুকু বেঁচে আছে সেখানে মানুষ নিজেকে নিজের মতো রচনা করে নেয়, করে নিতে পারে। সমস্ত বাধা সমস্ত প্রথা সমস্ত সংস্কারকে সরিয়ে দিয়ে সে নিজের জন্য রচনা করে এক অভিজ্ঞান। জানা গিয়েছে তেমনই এক আত্ম-পরিসর রচনায় আগ্রহী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মেয়ে সুচেতনা ভট্টাচার্য। তিনি লিঙ্গ পরিবর্তনে আগ্রহী। 'সুচেতনা' নন এবার তিনি 'সুচেতন' হতে চান। এ নিয়ে মনোবিদের পরামর্শও নিচ্ছেন তিনি এমনও জানা গিয়েছে। 'প্রাইড মান্থে' শহরের একটি ‘LGBTQ+’ কর্মশালায় অংশ নিয়ে এমন ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এই খবর সামনে আসার পরে 'এলজিবিটিকিউ' বিষয়টি সহসা আলোচনার কেন্দ্রে এসে পড়েছে।
'এলজিবিটিকিউ' বা 'এলজিবিটিকিউ+'। একটা বৃহত্তর সামাজিক আন্দোলন। এই চাবিশব্দটিকে ভাঙলে পাওয়া যায় 'লেসবিয়ান-গে-বাইসেক্সুয়াল-ট্রান্সজেন্ডার' শব্দবন্ধ। বিশ্ব জুড়ে এই গোত্রের মানুষের বর্গকে মিলিত ভাবে চিহ্নায়িত করা হয় এই শব্দটির মাধ্যমে। বিষয়টি নতুন, শব্দবন্ধটি নতুন, অ্যাপ্রোচ নতুন-- কিন্তু দেখতে গেলে এই ধারণাটি অসম্ভব নতুন কিছু নয়। বস্তুত এই বিষয়টি বহুকাল ধরেই বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উঠে এসেছিল। বিষয়টি প্রাচীন ভারতেও ছিল। ছিল পাশ্চাত্যেও।