৮টি আঞ্চলিক ভাষায় করোনা যোদ্ধাদের ‘ধন্যবাদ’ জানাচ্ছে Cadbury!

| Jun 09, 2020, 22:04 PM IST
1/5

করোনা যোদ্ধাদের ‘ধন্যবাদ’ জানাচ্ছে Cadbury!

করোনা যোদ্ধাদের ‘ধন্যবাদ’ জানাচ্ছে Cadbury!

নামী চকোলেট প্রস্তুতকারী ব্র্যান্ড ‘Cadbury’-এর একটা উদ্যোগ সম্প্রতি নজর কেড়েছে দেশের হাজার হাজার মানুষের। সংস্থার তার চকোলেটের মোড়কের গায়ে বিভিন্ন আঞ্চলিক ভাষায় ‘ধন্যবাদ’ লিখে দিয়েছে।

2/5

করোনা যোদ্ধাদের ‘ধন্যবাদ’ জানাচ্ছে Cadbury!

করোনা যোদ্ধাদের ‘ধন্যবাদ’ জানাচ্ছে Cadbury!

মোট মোট ৮টি আঞ্চলিক ভাষায় ‘ধন্যবাদ’ লেখা ‘Cadbury’-এর চকোলেট বিক্রি হচ্ছে বাজারে। এর মধ্যে রয়েছে, বাংলা, ইংরেজি, হিন্দি, গুজরাতি, মারাঠি, কান্নাড়া, তামিল এবং মালয়ালাম।

3/5

করোনা যোদ্ধাদের ‘ধন্যবাদ’ জানাচ্ছে Cadbury!

করোনা যোদ্ধাদের ‘ধন্যবাদ’ জানাচ্ছে Cadbury!

৮টি আঞ্চলিক ভাষায় ‘ধন্যবাদ’ লেখার জন্য সংস্থার আসল লোগোটাই উধাও হয়ে গিয়েছে ‘Cadbury’ চকোলেটের মোড়ক থেকে। বিগত ৭০ বছরে এই প্রথমবার এমনটা হল।

4/5

করোনা যোদ্ধাদের ‘ধন্যবাদ’ জানাচ্ছে Cadbury!

করোনা যোদ্ধাদের ‘ধন্যবাদ’ জানাচ্ছে Cadbury!

জানা গিয়েছে, এই বিশেষ উদ্যোগের মাধ্যমে ‘Cadbury’ আসলে ধন্যবাদ জানিয়েছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিস, সাফাইকর্মী-সহ সমস্ত করোনা যোদ্ধাদের।

5/5

করোনা যোদ্ধাদের ‘ধন্যবাদ’ জানাচ্ছে Cadbury!

করোনা যোদ্ধাদের ‘ধন্যবাদ’ জানাচ্ছে Cadbury!

করোনা আতঙ্কের আবহে দেশের একাধিক জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের কুর্নিশ জানাতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে Cadbury।