পুজো আসছে, কখন, কোথায়, কীভাবে ব্যবহার করবেন পারফিউম?
Oct 04, 2018, 08:56 AM IST
1/8
1
# পুজো আসছে, নতুন পোশাকের সঙ্গে ভ্যাপসা গরমে, বাইরে বেরনোর আগে ঘামের দুর্গন্ধের সঙ্গে লড়াই করার জন্য ডিও বা পারফিউম লাগানোটা মাস্ট।
2/8
2
# সবথেকে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। চিরুণিতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ান।
photos
TRENDING NOW
3/8
3
# গলার দু'পাশে পারফিউম লাগাতে পারেন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে।
4/8
4
# কনুই আর কবজিও পারফিউমের গন্ধ লাগানোর ভাল জায়গা। কারণ দেহের এই অঞ্চলগুলির উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি।
5/8
5
# সম্ভব হলে পারফিউম স্প্রে করুন বুকে। তবে সরাসরি নয় ইঞ্চি দশেক দূর থেকে স্প্রে করুন৷