পুজো আসছে, কখন, কোথায়, কীভাবে ব্যবহার করবেন পারফিউম?‌

Oct 04, 2018, 08:56 AM IST
1/8

1

পুজো আসছে, কখন, কোথায়, কীভাবে ব্যবহার করবেন পারফিউম?‌

# পুজো আসছে, নতুন পোশাকের সঙ্গে ভ্যাপসা গরমে, বাইরে বেরনোর আগে ঘামের দুর্গন্ধের সঙ্গে লড়াই করার জন্য ডিও বা পারফিউম লাগানোটা মাস্ট‌।

2/8

2

পুজো আসছে, কখন, কোথায়, কীভাবে ব্যবহার করবেন পারফিউম?‌

# সবথেকে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। চিরুণিতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ান।

3/8

3

পুজো আসছে, কখন, কোথায়, কীভাবে ব্যবহার করবেন পারফিউম?‌

# গলার দু'‌পাশে পারফিউম লাগাতে পারেন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে।

4/8

4

পুজো আসছে, কখন, কোথায়, কীভাবে ব্যবহার করবেন পারফিউম?‌

# কনুই আর কবজিও পারফিউমের গন্ধ লাগানোর ভাল জায়গা। কারণ দেহের এই অঞ্চলগুলির উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি।

5/8

5

পুজো আসছে, কখন, কোথায়, কীভাবে ব্যবহার করবেন পারফিউম?‌

# সম্ভব হলে পারফিউম স্প্রে করুন বুকে। তবে সরাসরি নয় ইঞ্চি দশেক দূর থেকে স্প্রে করুন৷

6/8

6

পুজো আসছে, কখন, কোথায়, কীভাবে ব্যবহার করবেন পারফিউম?‌

# পারফিউম লাগিয়ে অনেকেই ঘষে ফেলেন। এটা ভুল। পারফিউমকে নিজে নিজে শুকোতে দিন।

7/8

7

পুজো আসছে, কখন, কোথায়, কীভাবে ব্যবহার করবেন পারফিউম?‌

# পারফিউম লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

8/8

8

পুজো আসছে, কখন, কোথায়, কীভাবে ব্যবহার করবেন পারফিউম?‌

# স্নানের পরে পারফিউম লাগানোই সবচেয়ে ভাল।