আর্জেন্টিনার জার্সিতে খেলতে হাস্যকর শর্ত মেসির

| Mar 08, 2019, 18:58 PM IST
1/5

হাস্যকর শর্ত দিলেন মেসি

হাস্যকর শর্ত দিলেন মেসি

রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার পর থেকে আর্জেন্টিনার জার্গি গায়ে আর নামেননি লিওনেল মেসি। কবে নামবেন তা নিয়েও কোনও পাকা খবর ছিল না। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছিলেন, ২০১৯  কোপা আমেরিকাতে মেসিকে আবার আকাশী নীল-সাদা জার্সিতে দেখা যাবে।

2/5

হাস্যকর শর্ত দিলেন মেসি

হাস্যকর শর্ত দিলেন মেসি

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি বলেছেন, ২২ ও ২৬ মার্চ যথাক্রমে ভেনেজুয়েলা এবং মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে মেসিকে দলে রাখা হয়েছে। মহাতারকা খেলবেন বলেও খবর ছড়িয়েছে।

3/5

হাস্যকর শর্ত দিলেন মেসি

হাস্যকর শর্ত দিলেন মেসি

আরবের সংবাদমাধ্যম দৈনিক আল আখবার জানিয়েছে, মরক্কোর বিরুদ্ধে খেলতে নামার জন্য অদ্ভুত সব শর্ত দিয়েছেন মেসি। রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনকে ইতিমধ্যে সেগুলো জানিয়েও দেওয়া হয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থার পক্ষ থেকে।

4/5

হাস্যকর শর্ত দিলেন মেসি

হাস্যকর শর্ত দিলেন মেসি

এবার দেখে নেওয়া যাক মেসির দেওয়া শর্তগুলো কী কী! প্রথম শর্ত- মেসিকে কড়া ট্যাকল করতে পারবেন না মরক্কোর ফুটবলাররা। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ম্য়াচের আগে বা পরে ছবিও তুলতে পারবেন না তাঁরা। জার্সি বদল করা যাবে না। দ্বিতীয় শর্ত, ম্যাচের আগে ও পরে মেসি কোনওরকম সাক্ষাৎকার দেবেন না কোনও সংবাদমাধ্যমকে। তৃতীয় শর্ত- স্পেন থেকে মরক্কো যাওয়ার সুবন্দোবস্ত করতে হবে। এছাড়া মেসির থাকার জন্য এলাহি আয়োজন করতে হবে। এই সমস্ত শর্ত পালন হলে মেসি অন্তত ৬০ মিনিট খেলতে পারেন বলে খবর।

5/5

হাস্যকর শর্ত দিলেন মেসি

হাস্যকর শর্ত দিলেন মেসি

আর্জেন্টাইন ফুটবলের অনেকে বলছেন, এল ক্লাসিকোতে মেসিকে বাজেবাবে ট্যাকেল করা হয়েছে একাধিকবার। বহু ম্যাচেইই মেসিকে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে। তাই মেসির ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা।