লকডাউনে রেড জোনে নজরদারির কাজে পুলিসকে সাহায্য করছে রোবট!

| May 05, 2020, 19:50 PM IST
1/5

নজরদারির কাজে পুলিসকে সাহায্য করছে রোবট!

নজরদারির কাজে পুলিসকে সাহায্য করছে রোবট!

করোনাভাইরাস সংক্রমণে সংখ্যার বিচারে দেশের মধ্যে প্রথম সারিতেই রয়েছে চেন্নাইয়ের নাম। এই শহরের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কনটেনমেন্ট জোন, রেড জোন।

2/5

নজরদারির কাজে পুলিসকে সাহায্য করছে রোবট!

নজরদারির কাজে পুলিসকে সাহায্য করছে রোবট!

চেন্নাইয়ের ওই সমস্ত কনটেনমেন্ট জোন বা রেড জোনে নজরদারি চালাতে পুলিসকে সাহায্য করছে এক বিশেষ ধরনের রোবট!

3/5

নজরদারির কাজে পুলিসকে সাহায্য করছে রোবট!

নজরদারির কাজে পুলিসকে সাহায্য করছে রোবট!

চার চাকার ক্যামেরা বসানো এই রোবট রিমোট কন্ট্রোলের সাহায্যে ১ কিলোমিটার দূর থেকেই নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই করোনা সংক্রমিত এলাকাগুলিতে না ঢুকেই দূর থেকে এই রোবটের সাহায্যে সহজেই নজরদারি চালাচ্ছে চেন্নাই পুলিস।

4/5

নজরদারির কাজে পুলিসকে সাহায্য করছে রোবট!

নজরদারির কাজে পুলিসকে সাহায্য করছে রোবট!

এই রোবটে রয়েছে শক্তিশালী স্পিকার যুক্ত টু-ওয়ে ইন্টারকম ব্যবস্থা। এর মাধ্যমে কোনও এলাকায় কিছু ঘোষণা করতে চাইলে পুলিসকর্মীরা ব্যারিকেডের বাইরে থেকেই তা এলাকার বাসিন্দাদের জানিয়ে দিতে পারছেন এই রোবটের সাহায্যে।

5/5

নজরদারির কাজে পুলিসকে সাহায্য করছে রোবট!

নজরদারির কাজে পুলিসকে সাহায্য করছে রোবট!

পুলিস কর্মীদের করোনা সংক্রমণের হাত থেকে বাঁচাতে মাত্র এক সপ্তাহের চেষ্টায় এই চমকপ্রদ ব্যবস্থা করেছে চেন্নাই পুলিস।