বিনা কারণে বেরলেই গ্রেফতার! অনির্দিষ্টকালের জন্য কড়া লকডাউন দমদম থানা এলাকায়

Jul 19, 2020, 15:54 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: পরিস্থিতি উদ্বেগজনক, কাজেই অনির্দিষ্টকালের জন্যই বন্ধ থাকবে দমদম থানা এলাকা। সিদ্ধান্ত এমনই। আগেই লকডাউন জারি ছিল কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত দমদমের বেশকিছু অঞ্চলে।  

2/6

তবে পরিস্থিতি খতিয়ে দেখে এবার গোটা থানা এলাকাতেই কঠোরভাবে লকডাউন ঘোষণা করা হল।   

3/6

দমদম পুরসভা ও দমদম থানার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কাল থেকে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে দমদমের গোটা এলাকার দোকান-বাজার। এ ছাড়াও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ বেরতে পারবেন না।   

4/6

দমদম থানা এলাকার উত্তর দমদম এবং দক্ষিণ দমদম পৌরসভার অংশও বন্ধ থাকবে। জানা গিয়েছে, অনির্দিষ্টকালের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২ পর্যন্ত আংশিকভাবে এলাকা খোলা থাকবে।   

5/6

এরপরের সময় থেকে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। এলাকায় চলবে না কোনও অটো, টোটো এমনকী বাসও। সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে যাঁরা রাস্তায় বের হবেন, তাঁরা কী কারণে বেরিয়েছেন তার নির্দিষ্ট নথি দেখাতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। অন্যথায় আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।   

6/6

পুলিসের তরফে চলবে টহলদাড়ি। যাঁরা নির্দিষ্ট কারণ ছাড়া রাস্তায় বের হবেন তাঁদের প্রয়োজনে গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।