লকডাউন : পর্যটক নেই, আয় নেই, খাবার নেই, চরম দুর্দশায় ৫-৫টি ঘোড়ার মৃত্যু ময়দানে

Apr 07, 2020, 12:25 PM IST
1/11

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের জেরে খাদ্যাভাব। আর তার জেরেই মৃত্যু হল ৫টি ঘোড়ার। হিমশিম অবস্থা সহিস ও ঘোড়ার মালিকদের। এই পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে এল কলকাতা মাউন্টেড পুলিস।  

2/11

খিদিরপুর হোস্টিংস ব্রিজের নীচেই মূলত ঘোড়াগুলির থাকার জায়গা। ১৫০টিরও বেশি ঘোড়া রয়েছে সেখানে। মালিকের সংখ্যা ৪০ থেকে ৫০ জন। তাঁদের অধীনে আবার কাজ করেন প্রায় ১০০ জন সহিস।  

3/11

ময়দান ও ভিক্টোরিয়া চত্বরে যে পর্যটকরা ঘুরতে আসতেন, তাঁদেরকে ঘোড়ার পিঠে চড়িয়েই মূলত যা আয় হওয়ার হত। আর তা দিয়েই চলত দিন গুজরান।   

4/11

ঘোড়াগুলির খাবারের ব্যবস্থাও করা হত এই উপার্জনের টাকা থেকেই। এছাড়া বিভিন্ন বিয়েবাড়িও ঘোড়ার গাড়িগুলি কাজে লাগানো হত।   

5/11

কিন্তু লকডাউন হওয়ার পর থেকে সব ব্যবসাই বন্ধ। ব্রিজের নীচে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলি। সব থেকে খারাপ অবস্থা পোষ্য ঘোড়াগুলির।   

6/11

খাবার জুটছে না । এছাড়া অসুখ-বিসুখ তো রয়েছেই। ঘোড়া মালিকরা বলছেন, এখনও পর্যন্ত  ৫টি ঘোড়ার মৃত্যু হয়েছে।   

7/11

শেখ ওয়াসিম নামে এক ঘোড়া মালিক জানান, এক-একটি ঘোড়ার প্রত্যেক দিন ১০ কেজি করে খাবার লাগে। খাবারে থাকে গমের ভুসি, কাটা খড়।    

8/11

অপরদিকে, শেখ সাহিদ নামে আরেক সহিস জানান, লকডাউনের জেরে এখন মাঠে গিয়ে ঘাস কাটাও যাচ্ছে না। খাবারের অসুবিধা হচ্ছে ভীষণরকম।   

9/11

এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা মাউন্টেড পুলিশ। সহিস ও মালিকরা জানান, সোমবার মাউন্টেড পুলিশ  অফিসাররা এসেছিলেন।   

10/11

প্রত্যেক ঘোড়া পিছু ৫ কেজি করে ভুসি দিয়ে গিয়েছেন। একদিন ছাড়া ছাড়া ঘোড়াদের জন্য খাবার দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন অফিসাররা।   

11/11

তাঁরা আরও জানিয়েছেন, সহৃদয় এক ব্যক্তিও ১ বস্তা খড় ও ২ বস্তা ভুসি দিয়েছেন। সবাই মিলে এগিয়ে এলে অবলা ঘোড়াগুলিকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যাবে বলে আশাপ্রকাশ করেছেন মালিক ও সহিসরা।