IT সেক্টরে কাজ করেন! জেনে নিন ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ বাড়ল কতদিন
Apr 28, 2020, 17:35 PM IST
1/5
1
৩ মে-র পরও বাড়তে পারে লকডাউনের মেয়াদ। তেমনই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু ফের একদফা লকডাউনের পরেও কি স্বাভাবিক হবে জনজীবন! তেমনটা মনে হয় না। তেমনই আভাস মিলল কেন্দ্রের তরফে।
2/5
2
প্রসাদ বলেন, করোনার জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার তা বাড়ানো হল। দেশের ৮৫ শতাংশ তথ্যপ্রযুক্তি কর্মী আপাতত ঘর থেকেই কাজ করছেন।
photos
TRENDING NOW
3/5
3
প্রসাদ বলেন, করোনার জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার তা বাড়ানো হল। দেশের ৮৫ শতাংশ তথ্যপ্রযুক্তি কর্মী আপাতত ঘর থেকেই কাজ করছেন।
4/5
4
আইন মন্ত্রী আরও বলেন, ওয়ার্ক ফ্রম হোম এখন নতুন ভাবনা। এ জন্য কর্মীদের বেশকিছু ছাড়াও দেওয়া হয়েছে।
5/5
5
লকডাউনের পর দেশের শিল্প সম্ভাবনার কথাও উস্কে দিলেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, চিনের অবস্থা তো বুঝতে পারছেন। চিনের ওপরে মানুষের ভীষণ রাগ। এর ফলে শিল্পক্ষেত্রে ভারতের সুযোগ আসবে। দেশের মুখ্যমন্ত্রীদের বলব, ভারতে বৈদ্যুতিক সরঞ্জাম উত্পাদনের ষুগ আসছে। এই সুযোগ ভারতকে নিতে হবে।