'মুক্তি দাও', মমতা না লকেট, একুশের আগে কার প্রার্থনা শুনবেন দেবী?

Oct 15, 2020, 21:25 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: দেবী আসছেন। আর কটা দিন পরেই শুরু হয়ে যাবে বাঙালির সেরা পার্বণ দুর্গোৎসব। বৃহস্পতিবার জেলার ১১০টি দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নাম না নিয়ে প্রার্থনা করলেন, মাগো দাঙ্গা থেকে মুক্তি দাও। অপপ্রচার থেকে মুক্তি দাও। পরে তার পাল্টা দিলেন লকেট চট্টোপাধ্যায়।  

2/5

একুশের ইঙ্গিত দিয়েই মমতা এ দিন বলেন,''আমরা ছিলাম, আছি থাকব।''

3/5

মুখ্যমন্ত্রী আরও বলেন,''মাগো কুৎসা থেকে মুক্তি দাও। মাগো অপপ্রচার থেকে মুক্তি দাও। মাগো বেকারত্ব থেকে মুক্তি দাও। মাগো দাঙ্গা থেকে মুক্তি দাও।'' 

4/5

তার পাল্টা দিলেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বলেন,''মা সিন্ডিকেট থেকে মুক্তি দাও, দুর্নীতি থেকে মুক্তি দাও, নারীপাচার ও ধর্ষণ থেকে মুক্তি দাও, তোলাবাজি থেকে মুক্তি দাও, বাংলা থেকে তৃণমূলকে তাড়িয়ে মুক্তি দাও।''

5/5

একুশের আগে শেষ দুর্গাপুজো। কার ইচ্ছেপূরণ হবে? সেটা বলবে সময়।