July 2024 Festivals: গোটা জুলাই জুড়ে নানা গুরুত্বপূর্ণ তিথি! জেনে নিন ব্রতের তালিকা, তাৎপর্য, গুরুত্ব...
July 2024 Festivals: জুলাই মাসটি ব্রত ও উৎসবের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগিনী একাদশী থেকে কামিকা একাদশী পর্যন্ত-- জুলাই মাসে প্রায় প্রতিদিনই রয়েছে কোনও না কোনও ব্রত বা উৎসব।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুলাই মাসটি ব্রত ও উৎসবের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগিনী একাদশী থেকে কামিকা একাদশী পর্যন্ত-- জুলাই মাসে প্রায় প্রতিদিনই রয়েছে কোনও না কোনও ব্রত বা উৎসব। এই সময় থেকেই চার মাসের জন্য নিদ্রায় শায়িত হবেন ভগবান বিষ্ণু। এই চার মাস মহাবিশ্বের সম্পূর্ণ দায়িত্ব থাকে শিবের উপরে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে, আষাঢ় ও শ্রাবণ দুটি মাসই বিশেষ গুরুত্বপূর্ণ। সদ্য চলে গেল যোগিনী একাদশী (২ জুলাই, মঙ্গলবার), গেল প্রদোষ ব্রত (৩ জুলাই, বুধবার)। আসুন, দেখে নিই, জুলাই মাসের বাকি দিনগুলির ব্রত ও উৎসবের তালিকা।
photos
TRENDING NOW
4/7
গুরুকে শ্রদ্ধা
5/7
শ্রাবণ সোমবার
7/7
আরও নানা ব্রত
photos