ত্রাণ দিতে যাওয়ার পথে লকেটকে 'বাধা' পুলিসের, রাস্তায় বসে পড়লেন সাংসদ

May 29, 2020, 14:18 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : ত্রাণ দিতে যাওয়ার পথে বারুইপুরে বিজেপি সাংসাদ লকেট চট্টোপাধ্যায়কে আটকাল পুলিস। ক্যানিংয়ের তালদি এলাকায় ত্রাণ দিতে যাচ্ছিলেন বিজেপি সাংসদ। সেইসময়ই বারুইপুর রোডে তাঁকে বাধা দেয় পুলিস।

2/6

উত্তরভাগের পদ্মার মোড় এলাকায় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটকায় বারুইপুর পুলিস জেলার অতিরিক্ত  পুলিস সুপার ইন্দ্রজিৎ বসুর নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী। দীর্ঘ ১ ঘণ্টা আটকে থাকেন লকেট চট্টোপাধ্যায়। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান সাংসদ। প্রায় ১ ঘণ্টা অবস্থান বিক্ষোভের পর পুলিসের অনুরোধে শেষে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।    

3/6

রাজ্য বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্য সরকার নিজেও ত্রাণ দেবে না। আর ক্যানিং-এ সাংসদ লকেট চট্টোপাধ্যায় ত্রাণ দিতে গেলে তাঁকেও বিভিন্ন অজুহাতে প্রথমে উত্তরভাগে, তারপর বারুইপুরে আটকায় পুলিস।    

4/6

তারপর বিজেপি জেলা অফিসের সামনে বিক্ষোভ দেখানোর সময় সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি কার্যকর্তাদের ওপর আক্রমণ করা হয় বলেও অভিযোগ করেছে রাজ্য নেতৃত্ব।   

5/6

রাজ্য নেতৃত্ব জানিয়েছে, এই বিষয়ে কেন্দ্রে চিঠি দিয়ে জানানো হবে। চিঠিতে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের হেনস্থা ও ত্রাণ দিতে বাধা দেওয়ার ঘটনা সবিস্তারে জানানো হবে।   

6/6

প্রসঙ্গত, বুধবারই লকডাউন না মানার হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বেরচ্ছেন, আর তাঁরা ত্রাণ দিতে গেলেই বাধা দেওয়া হচ্ছে। এরপর আর তাঁরা লকডাউন মানবেন না, রাস্তায় নামবেন, রাস্তায় দেখা হবে বলে চ্যালেঞ্জ ছোঁড়েন তিনি।