ভোটের মুখে দল ছেড়েছেন বহু নেতা, জেনে নিন কারা রয়েছেন সেই তালিকায়

Apr 07, 2019, 13:05 PM IST
1/7

s 7

s 7

শত্রুঘ্ন সিনহা থেকে জয়াপ্রদা। ভোটের মুখে মওকা বুঝে দল বদল করেছেন একাধিক নেতা। দেখে নিন কারা রয়েছেন সেই দলে।

2/7

s 6

s 6

বিজু জনতা দল ছেড়ে গত ৪ মার্চ বিজেপিতে যোগ দিলেন সাংসদ বৈজয়ন্ত পান্ডা। তাঁর যুক্তি একমাত্র বিজেপিই পারে ওড়িশাকে বাঁচাতে।

3/7

S 5

S 5

১৪ মার্চ কেরলের বরিষ্ঠ কংগ্রেস নেতা টম ভোদাক্কান দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। পুলওয়ামা নিয়ে দলের অবস্থানে ক্ষুব্ধ ভোদাক্কান।

4/7

S 4

S 4

ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। শুধু তাই নয়, বিজেপির টিকিটে এবার তিনি লড়াই করছেন ব্যারাকপুর আসন থেকে।

5/7

S 3

S 3

সমাজবাদী পার্টির সাংসদ জয়াপ্রদা শেষপর্যন্ত যোগ দিলেন বিজেপিতে। ২৬ মার্চা বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বই তিনি লড়াই করতে চান।

6/7

S 2

S 2

টানা ২৬ বছর পর গত ১৯ ফেবয়ারি বিজেপির সঙ্গ ত্যাগ করেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। ১৯ ফেব্রুয়ারি তিনি কংগ্রেসে যোগ দেন।

7/7

s 1

s 1

দলের সঙ্গে সংঘাত ছিল বহুদিন থেকেই। শেষপর্যন্ত বিজেপির প্রতিষ্ঠা দিবসেই দল ছাড়লেন পাটনা সাহিবের সাংসদ শত্রুঘ্ন সিনহা। যোগ দিলেন কংগ্রেসে।