1/6
এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ে অকারণে ভয় দেখাচ্ছেন বলে রায়গঞ্জের সভা থেকে অভিযোগ করলেন অমিত শাহ। বললেন,''এনআরসি-র কথা বললে মমতা ভয় দেখাচ্ছেন। নাগরিকত্ব সংশোধনী বিল এনেছে বিজেপি। ভারত-পাকিস্তান-বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ ও জৈন শরণার্থীদের ফেরত পাঠানো হবে না। তাঁরা আমাদের ভাই। তাঁদের নাগরিকত্ব দেবে সরকার। সকল বাঙালি শরণার্থীদের বলছি, কাউকে ভয় পাবেন না। মতুয়া সমাজ হোক, বা কেউ হোক এক একজন বাঙালি শরণার্থী ভারতের সন্তান''।
2/6
অনুপ্রবেশকারীরা তো আপনার মাসতুতো ভাই। অনুপ্রবেশকারীরা উইপোকার মতো। তাঁরা দেশের সম্পদে ভাগ বসাচ্ছে। অনুপ্রবেশকারীদের তাড়ানোই বিজেপির লক্ষ্য। পাঁচ বছরে বাংলাকে ৪ লক্ষ ২৪ হাজার কোটি টাকা দিয়েছে ভারত সরকার। আপনাদের গ্রামে কিছু এসেছে? কোথায় গেল ৪ লক্ষ ২৪ হাজার কোটি? তৃণমূলের গুন্ডারা সবটাই খেয়ে নিয়েছে। তৃণমূল সরকার এলে বাংলার উন্নয়ন হবে না।
photos
TRENDING NOW
3/6
4/6
আমাদের ৪০ জন জওয়ান শহিদ হয়ে গেলেন পুলওয়ামায়। ১৩ তম দিন এয়ার স্ট্রাইক করেছিল মোদী সরকার। দেশজুড়ে উত্সবের আবহ। দুটি জায়গায় খালি শোকপালন চলেছিল -একটা পাকিস্তানে আর এক জায়গা তৃণমূল কংগ্রেসের অফিসে। ওনার মুখ দেখার মতো ছিল। সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন। প্রমাণ ইভিএম মেশিনে দিয়ে দেবে বাংলার জনতা।
5/6
6/6
photos