দলে ফিরলেই রাজ্যসভায় পাঠাবেন 'ভাইপো' অনুপমকে, খোলাখুলি জানালেন 'কাকা' অনুব্রত

Apr 29, 2019, 20:02 PM IST
1/6

ভোটের ফল ঘোষণা ২৩ মে। আর তারপরই অনুপমকে ফের দলে নিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শুধু আশ্বাস দেওয়াই নয়, দলনেত্রীকে বলে রাজ্যসভার সাংসদ করে দেবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। জি ২৪ ঘণ্টা ক্রসফায়ারে খোলাখুলি জানালেন অনুব্রত মণ্ডল।

2/6

চতুর্থ দফার দিন দুপুরে আচমকাই অনুব্রত মণ্ডলের দরবারে হাজির হন অনুপম হাজরা। ফোন করে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির সঙ্গে সাক্ষাত করতে যান যাদবপুরের বিজেপি প্রার্থী। অফিসে এসে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম করেন অনুপম। বলেন, "কাকার কাছে এসেছি। বীরভূমে অনুব্রতই শেষ কথা।"

3/6

শুধু দেখাই করা নয়, দুপুরে জমিয়ে ভাত, মাছ ও পোস্তও খান যাদবপুরের বিজেপি প্রার্থী। স্নেহের সুরে অনুব্রত বলতে শোনা যায়, "বোকামি করেছে। ওকেই প্রার্থী করতাম।" দরকারে আবার দলে নিয়ে নেওয়ার কথাও বলেন কেষ্ট। যারপরই উসকে ওঠে অনুপমের ফের দলবদলের জল্পনা।

4/6

যদিও পরে অনুপম হাজরা দাবি করেন তাঁর এই সাক্ষাতের পিছনে কোনও রাজনৈতিক গন্ধ নেই। নেহাতই সৌজন্যমূলক সাক্ষাতকার। সম্প্রতি অনুব্রত মণ্ডল মাতৃহারা হয়েছেন। সেই কারণে সৌজন্যবোধ থেকেই 'কাকা' অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন তিনি।

5/6

কিন্তু, জি ২৪ ঘণ্টা ক্রসফায়ারে অনুব্রত মণ্ডল খোলাখুলি জানালেন, অনুপমকে ফের দলে চলে আসার কথাই বলেছেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, "অনুপমকে বলেছি, ২৩ মে-র পর চলে আসিস। দলে নিয়ে নেব। দিদিকে বলে রাজ্যসভায় পাঠিয়ে দেব।"

6/6

প্রসঙ্গত, অনুব্রত-অনুপম সাক্ষাতকার মোটেই ভালোভাবে নেয়নি রাজ্য বিজেপি নেতৃত্ব। এদিন দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সদর দফতরে গিয়ে অনুপমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। বলেন, "ভোট চলাকালীন কেন এমন কাজ করতে গেলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা? এতে কর্মীদের মনোবল ভেঙে যাবে।" এরপরই অনুপমকে শোকজ সিদ্ধান্ত নেয় বিজেপি রাজ্য নেতৃত্ব।