অনুব্রত-অনুপম সাক্ষাতে চটে লাল রাজ্য বিজেপি নেতৃত্ব, শোকজের সিদ্ধান্ত

Apr 29, 2019, 19:10 PM IST
1/8

অঞ্জন রায় : অনুব্রতর দরবারে অনুপম। ক্যামেরার সামনে কাঁধে হাত দিয়ে ছবি। যাদবপুরের বিজেপি প্রার্থীর এহেন আচরণে বেজায় চটেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, কেন আজ অনুব্রত মণ্ডলের কাছে অনুপম হাজরা যান? বিজেপি জেলা নেতৃত্বের কাছে সেই জবাব তলব করেছে ক্ষুব্ধ রাজ্য নেতৃত্ব।

2/8

এদিন দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সদর দফতরে গিয়ে অনুপমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। বলেন, "ভোট চলাকালীন কেন এমন কাজ করতে গেলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা? এতে কর্মীদের মনোবল ভেঙে যাবে।" এরপরই অনুপমকে শোকজ সিদ্ধান্ত নেয় বিজেপি রাজ্য নেতৃত্ব।

3/8

প্রসঙ্গত, আজ চতুর্থ দফার ভোটের দিন আচমকাই সবাইকে চমকে দিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাত করতে আসেন অনুপম হাজরা। অফিসে এসে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম করেন অনুপম। বলেন, "কাকার কাছে এসেছি। বীরভূমে অনুব্রতই শেষ কথা।"

4/8

শুধু দেখাই করা নয়, দুপুরে জমিয়ে ভাত, মাছ ও পোস্তও খান যাদবপুরের বিজেপি প্রার্থী।

5/8

স্নেহের সুরে অনুব্রত বলতে শোনা যায়, "বোকামি করেছে। ওকেই প্রার্থী করতাম।" দরকারে আবার দলে নিয়ে নেওয়ার কথাও বলেন কেষ্ট। যারপরই উসকে ওঠে অনুপমের ফের দলবদলের জল্পনা।

6/8

যদিও পরে অনুপম হাজরা দাবি করেন তাঁর এই সাক্ষাতের পিছনে কোনও রাজনৈতিক গন্ধ নেই। নেহাতই সৌজন্যমূলক সাক্ষাতকার। সম্প্রতি অনুব্রত মণ্ডল মাতৃহারা হয়েছেন। সেই কারণে সৌজন্যবোধ থেকেই 'কাকা' অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন তিনি।

7/8

যদিও, তাঁর এই সাক্ষাতকার মোটেই ভালোভাবে নেয়নি রাজ্য বিজেপি নেতৃত্ব। সাক্ষাতকার নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তবে আজ দিলীপ ঘোষ অনুব্রত-অনুপম সাক্ষাতে রুষ্ট হলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্তা-মিষ্টি পাঠানো প্রসঙ্গে বলেছিলেন, 'এটা রাজনৈতিক সৌজন্য। বিজেপির সৌজন্যবোধ আছে।'  

8/8

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে বিদ্রোহ করেন অনুপম হাজরা। তাঁকে সাসপেন্ড করে তৃণমূল নেতৃত্ব। এরপরই ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করেন অনুপম। তাঁকে যাদবপুর কেন্দ্রের প্রার্থী করে বিজেপি।