জিতলেই শ্রমিকদের মজুরি '১৮,০০০ টাকা' করার আশ্বাস অর্জুনের

Mar 30, 2019, 17:25 PM IST
1/6

ঘাসফুল ছেড়ে পদ্মফুলে নাম লিখিয়েছেন অর্জুন সিং। তাঁকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি।

2/6

এদিন গারুলিয়াতে প্রচারে বেরিয়ে ভোটারদের হাতে পদ্মফুল তুলে দিলেন অর্জুন সিং।

3/6

ভোটে জিতলে অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,০০০ টাকা করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

4/6

এদিকে, পদ্মফুল পেয়ে খুশি ভোটাররা। তাঁদের বক্তব্য, "দুর্গাপুজোয় পদ্মফুল খুব দরকার। যে কোনও পুজোতেই পদ্মফুল লাগে। পদ্মফুল ঘরে লক্ষ্মী আনে। ঘাসফুল কোনও কাজে লাগে না।"

5/6

ভাটপাড়ার ৪ বারের বিধায়ক অর্জুন সিং ব্যারাকপুর শিল্পাঞ্চলের কার্যত দণ্ডমুণ্ডের কর্তা।

6/6

জেতার ব্যাপারে কনফিডেন্ট অর্জুন সিং। তাঁর দাবি, 'দীনেশ ত্রিবেদীকে কেউ চেনে না। ভোট হয় অর্জুন সিংয়ের নামে।'