মৌমিতা চক্রবর্তী: মাঠে-ময়দানে তো প্রচার চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও জমে উঠেছে লড়াই। ২০১৪ সালের লোকসভা ভোটে বিরোধীদের দাঁড়াতেই দেয়নি বিজেপি। তবে এবার পিছিয়ে নেই তৃণমূলও। এমনকি মাঠে নেমে গণআন্দোলন করা বামেরাও নেমে পড়েছে সোশ্যালযুদ্ধে। ইতিমধ্যেই #Vote4Left হ্যাশট্যাগে শুরু হয়ে গিয়েছে প্রচার।
2/5
'লাস্ট মোমেন্ট সাজেশন' বলে একটি প্রচারপত্রও বাম সমর্থকদের মধ্যে বিলি করেছে সিপিএমের আইটি সেল। তাতে লেখা হয়েছে, কেন বামেদের ভোট দিতে হবে, তা মানুষের কাছে তুলে ধরতে হবে। কীভাবে বিষয়গুলি সাধারণ মানুষের কাছে তুল ধরতে হবে তা পাখি পড়ানোর মত বলে দেওয়া হয়েছে প্রচারপত্রে।
photos
TRENDING NOW
3/5
কাকাবাবু-সন্তুর একটি ব্যঙ্গচিত্রও তুলে ধরা হয়েছে। ওই ব্যঙ্গচিত্রে দিদি-মোদীর আঁতাঁতের কথা তুলে ধরা হয়েছে।
4/5
আর একটায় রয়েছে ব্যোমকেশ ও অজিত। সেখানে আমাদের বিজেপির 'চৌকিদার' কর্মসূচিকে কটাক্ষ করা হয়েছে।
5/5
আর একটা ব্যঙ্গচিত্রে আবার খোঁচা দেওয়া হয়েছে, মুকুলকে নিয়ে দুর্নীতির লড়াই করছেন অমিত শাহ।