ছবি: চ্যালেঞ্জ ছুড়েই রাম নবমীতে অস্ত্র হাতে দিলীপ, করলেন বাইক মিছিল

Apr 13, 2019, 23:28 PM IST
1/10

নিজস্ব প্রতিবেদন: খড়্গপুরে রাম নবমী উদযাপন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

2/10

 আর রাম নবমীতে গতবারের মতো এবারও ধরলেন অস্ত্র। ত্রিশূল হাতে দেখা গেল তাঁকে। 

3/10

এদিন নিষেধাজ্ঞা উড়িয়েই বাইক নিয়ে মিছিল করেন দিলীপ ঘোষ।

4/10

প্রায় ৬ হাজার বিজেপি কর্মী-সমর্থকদের বাইক মিছিলে সামিল হতে দেখা গিয়েছে। 

5/10

রামকে নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির সভায় বলেছেন, এটা বাংলার সংস্কৃতি নয়, বাইরে থেকে আমদানি করা হয়েছে। 

6/10

 দিলীপ ঘোষের পাল্টা প্রশ্ন, "আল্লাহকে নিয়ে রাজনীতি কেন করা হচ্ছে?

7/10

দিলীপ বলেন, ''এটা রামের রাজত্ব। বিজেপি মাথা উঁচু করে ধর্ম নিয়ে রাজনীতি করে। বাকিরা সবাই চোর।" 

8/10

তৃণমূলের দাবি, ত্রিশূল হাতে নিয়ে আদর্শ নির্বাচনী বিধিভঙ্গ করেছেন দিলীপ ঘোষ। 

9/10

দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছে শাসক দল।      

10/10

তবে তৃণমূলের অভিযোগে হেলদোল নেই দিলীপ ঘোষ। এদিন রাম নবমীতে হনুমান পুজো ও যজ্ঞেও সামিল হন বিজেপির রাজ্য সভাপতি।