'জয় শ্রী রাম' উত্তরীয় নিয়ে নবমী উদযাপনে তৃণমূল প্রার্থী মমতাজ সঙ্ঘমিতা

Apr 13, 2019, 23:06 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে রাম নাম এড়িয়ে যেতে পারলেন না তৃণমূল প্রার্থী। দুর্গাপুরের পলাশডিহায় রাম নবমীর অনুষ্ঠানে হাজির হলেন মমতাজ সঙ্ঘমিতা-সহ জেলার নেতানেত্রীরা।   

2/5

শুধু হাজির হওয়াই নয়, তৃণমূল প্রার্থীর গলায় 'জয় শ্রী রাম লেখা' উত্তরীয়ও দেখা গিয়েছে। আর তা নিয়েই পড়ে গিয়েছে শোরগোল।   

3/5

তৃণমূলের এহেন প্রচার দেখে বিজেপির কটাক্ষ, ভোট এসেছে বলেই রামের শরণে এসেছে তৃণমূল। বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''ভোটের পর রামের নামেই বদনাম করবে তৃণমূল। এটাই এদের সংস্কৃতি''।

4/5

জেলায় তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় পাল্টা বলেন,''রাম বিজেপির একার সম্পত্তি নয়। আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত মাতা হিসেবে পুজো করবে দেশবাসী''। 

5/5

গত কয়েক বছর ধরে রাজ্যে শুরু হয়েছে রাম নবমী উদযাপন। তার মূল উদ্যোক্তা গেরুয়া শিবিরের লোকজনই। তবে ভোটের মুখে উত্সব থেকে দূরে থাকতে পারল না তৃণমূলও।