সংখ্যালঘুদের ভোটদান রুখতে সাত দফায় ভোট, দাবি ফিরহাদের

Mar 10, 2019, 21:15 PM IST
1/6

নজিরবিহীনভাবে সাত দফায় ভোটগ্রহণ হতে চলেছে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে না-খুশ তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কথায়, রমজানে তিনটি রাজ্য বিহার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে। রমজানে নির্বাচন রাখা হয়েছে। যাতে সংখ্যালঘু ভাইরা ভোট দিতে না পারে। 

2/6

ফিরহাদ হাকিমের অভিযোগ, বাংলার মতো আইনশৃঙ্খলা কোথায় নেই। অথচ ভুয়ো রিপোর্ট দিয়ে কমিশনকে বিভ্রান্ত করেছে বিজেপি সরকার।   

3/6

ফিরহাদের কথায়, ''সাত দফায় নির্বাচন নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। রমজানে নির্বাচন রাখা হয়েছে। যাতে সংখ্যালঘুরা ভোট দিতে না পারেন। সারাদিন উপোস থেকে তাঁর প্রচারে অংশ নিতে পারবেন না। তবে এভাবে রোখা যাবে না। সংখ্যালঘুরা ভোট দেবেন''।   

4/6

রাজ্যে বিপুল সংখ্যক আধা সামরিক বাহিনী মোতায়েন হতে পারে বলে খবর। ফিরহাদ হাকিমের দাবি, ২০১৪ ও ২০১৬ সালেও আধা সামরিক বাহিনী ছিল, তাতে কোনও প্রভাব পড়েনি। উলুবেড়িয়ার উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ৬০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। বাংলায় শান্ত পরিবেশ রাখার কৃতিত্ব রাজ্য সরকারের। 

5/6

ফিরহাদ হাকিম আরও দাবি করেন, সাত দফায় ভোট আসলে মোদীর জন্য অশনিসংকেত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের সুযোগ পেয়ে গেলেন।           

6/6

ফিরহাদের হুঁশিয়ারি, বাংলা লড়াই করতে ভয় পায় না। বাংলা লড়াই করতে জানে। স্বৈরাচারী মোদীতে সরিয়েই ছাড়বয