৫০০০ কমলাভোগকে লড়াই দিতে তৈরি ম্যাঙ্গো রসগোল্লা, সবুজ লাড্ডুও

May 22, 2019, 20:06 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : বর্ধমান শহর মিষ্টির জন্য বিখ্যাত। সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা থেকে শুরু করে রসগোল্লা, বিখ্যাত বর্ধমানের মিষ্টি।

2/5

বিগত ভোটগুলির সময় গণনার দিন ভালোই মিষ্টি চাহিদা লক্ষ্য করা গিয়েছে। এবার তাই আগেভাগেই মিষ্টির পসরা সাজিয়ে তৈরি ব্যবসায়ীরা।

3/5

ম্যাঙ্গো রসগোল্লা সহ নানা রঙের সীতাভোগ তৈরি করা হয়েছে। অবিরের মতো মিষ্টি রং-ও ইঙ্গিতবহ।

4/5

বিগত ভোটের ফলাফলের ট্রেন্ড লক্ষ্য করে পাল্লা ভারী সবুজ মিষ্টির। অন্যদিকে, মোদীর জয়ে আম আদমিকে মিষ্টিমুখ করাতে ইতিমধ্যেই ৫০০০ কমলাভোগ তৈরিতে কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপি কর্মীরা।

5/5

ম্যাঙ্গো রসগোল্লা না কমলাভোগ? শেষ হাসি কে হাসবে? উত্তর বুঝতে এখন অপেক্ষা বৃহস্পতিবারের দুপুরের।