'সব পুলিস আমাদের', ময়নাগুড়িতে দাবি মমতার

Apr 07, 2019, 16:39 PM IST
1/6

পুলিস কর্তাদের বদলি নিয়ে তুঙ্গে কমিশন-মুখ্যমন্ত্রীর বিবাদ। বদলির সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় কড়া চিঠি লিখেছেন কমিশনে। জবাবে 'ভিত্তিহীন অভিযোগ' বলে তৃণমূল নেত্রীকে আজ পাল্টা কড়া চিঠি দিয়েছে কমিশনও।

2/6

এদিকে এরমধ্যেই পুলিস কর্তা বদলি ইস্যুতে নয়া মাত্রা যোগ হল, যখন ময়নাগুড়িতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন 'সব পুলিস আমাদের'।

3/6

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  "দুজন পুলিসকে সরিয়ে দিয়ে ভোটে জিতবেন ভাবছেন মোদী? পারবেন না। সবাই আমাদের লোক।"  

4/6

কমিশনকে চিঠি দেওয়ার প্রসঙ্গে এদিন কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। বলেন, "দিদি ভয় পেয়েছে। এটা তার-ই প্রমাণ।"

5/6

ময়নাগুড়ির জনসভায় পাল্টা কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, "মোদী হারাতঙ্ক রোগে ভুগছে। মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছে।"  

6/6

কেন্দ্রীয় বাহিনী বিজেপির 'কথা শুনে' চলছে বলেও সভায় তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "নির্বাচনের পর ওরা চলে যাবে। আমাদের ফোর্স থাকবে।"