ঢুকিয়ে দেব হ্যাঙারের তলায়, মোদীকে চরম হুঁশিয়ারি মমতার

Apr 07, 2019, 17:09 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: নাগরিকপঞ্জি নিয়ে আরও একবার তরজা মোদী-মমতার। রবিবার কোচবিহারের সভা থেকে সুর আরও বাড়ালেন মোদী। ময়নাগুড়ির সভায় পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা। রাজনীতিতে দুই প্রধানের উত্তপ্ত বাক্য বিনিময়ের সাক্ষী থাকল উত্তরবঙ্গ।     

2/5

কোচবিহারের সভায় নরেন্দ্র মোদী বলেন, ''অনুপ্রবেশকারীদের তাড়াতে অসমে এনআরসি নিয়ে এসেছে। । দিদি ব্রেক লাগানোর চেষ্টা করেছেন। কিন্তু মিথ্যার রাজনীতি করতে গিয়ে বিফল হয়েছেন''।

3/5

এরইসঙ্গে নরেন্দ্র মোদী মনে করিয়ে দেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে সংশোধনী বিল এনেছে তাঁর সরকার। মোদীর কথায়,''নাগরিকত্ব বিল নিয়ে এসেছে মোদী সরকার। কিন্তু ব্রেক লাগাতে চাইছেন দিদি। বিল পাশ করাবে আপনাদের চৌকিদার''। 

4/5

ময়নাগুড়ির সভায় সুর সপ্তমে তোলেন মমতা।  বলেন, ''এনআরসি করে সবাইকে তাড়িয়ে দেবে! গায়ে হাত দিয়ে দেখ, বাংলার মাটিকে ছুঁয়ে দেখ;  ঢুকিয়ে দেব, যেখানে হ্যাঙারে তলায় মিটিং করেছো''। বলে রাখি, ব্রিগেডে আচ্ছাদনের জন্য জার্মান হ্যাঙার ব্যবহার করেছিল বিজেপি।    

5/5

মমতার ঘোষণা, ''এবারের দিল্লির নির্বাচনে বিজেপিকে পাল্টে দেওয়া হবে।  বাংলাই দিল্লির সরকার গড়বে। ৪২-এ ৪২টাই চাই। মোদী হঠিয়ে দেশ বাঁচাতে হবে। বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। বেনারসেও জিতবে না। আগে দিল্লি সামলা তারপর দেখিস বাংলা''।