ফোনে মেসেজ এসেছে, মোদীর সঙ্গে বন্ধুত্ব করো, ফাঁস করলেন মমতা

Mar 13, 2019, 19:40 PM IST
1/5

নরেন্দ্র মোদী অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জানালেন, তাঁর ফোনে এসেছে নরেন্দ্র মোদীর বার্তা।   

2/5

বুধবার নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন,''নির্বাচন কমিশনে নালিশ করে বেড়াচ্ছে। নালিশ করলে বালিশ পাবেন, গণতন্ত্রের পালিস দেবেন। আমরা বিজেপি নেই। কমিশনে গিয়ে ভুয়ো অভিযোগ করি না''। 

3/5

মমতার দাবি, আমার ফোনে মেসেজ এসেছে মোদীর সঙ্গে বন্ধুত্ব কর। ওর ছবি দেখতে ভাল লাগে না। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে সম্মান করি। কিন্তু আমার ফোনে কেন আসবে?  

4/5

মমতার অভিযোগ,''ওদের অনেক পয়সা আছে। একে-ওকে ফোন করো। এটা অসাংবিধানিক নয়? এত দেব, ওত দেব বলে বেড়াচ্ছে ওরা। কিন্তু জনগণ ওদের টাটা-বাই বাই দেব''। 

5/5

মমতার আরও দাবি, সিবিআই-আরবিআই সামলে নেওয়ার কথাও বলছে ওরা। তবে ওদের কোনও ফন্দিই টিকবে না।