প্রচারে বেরিয়ে পোষ্যের সঙ্গে খুনসুটি মিমির, দেখুন ছবি

Apr 10, 2019, 14:33 PM IST
1/14

আগামীকাল উত্তরবঙ্গ  শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচনের আহ্বান জানালেন তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী।

2/14

বললেন, প্রচারে বেরিয়ে ব্যাপকভাবে মানুষের সাড়া পাচ্ছেন তিনি।

3/14

তবে নিজেকে ফিট রাখার সিক্রেট প্রকাশ্যে জানাতে নারাজ মিমি।

4/14

বুধবার সকালে প্রচারে বেরিয়ে নরেন্দ্রপুর এলাকায় রোড শো করে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি।  

5/14

প্রথমে গড়িয়া, লস্করপুর, বটতলা থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন। এরপর কালিবাজার ও বোড়াল এলাকায় হুডখোলা গাড়িতে চড়ে রোড শো।

6/14

কয়েক হাজার তৃণমূল কর্মী, সমর্থকদের নিয়ে রাজপুর-সোনারপুর পৌরসভার ৩০,৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন তিনি।

7/14

তারকা প্রার্থী মিমির প্রচার ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

8/14

মিমির গাড়ি থামিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা।  

9/14

এদিনের মিমির প্রচারে তৃণমূলের মহিলা সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

10/14

উল্লেখ্য, প্রত্যেকের পরনে ছিল লাল পেড়ে সাদা শাড়ি ও হাতে দলীয় পতাকা।

11/14

এদিন মিমি চক্রবর্তীর সঙ্গে ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম।

12/14

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিমি বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে।

13/14

বিশেষ করে মহিলারা এগিয়ে আসছেন।

14/14

এবারের নির্বাচনে গতবারের তুলনায়-ও তৃণমূল ভালো ফল করবে বলে আত্মবিশ্বাসী যাদবপুরে প্রার্থী।