আপনাদের সঙ্গে রমজানের উপোস রাখব, সংখ্যালঘুদের সভায় বললেন মিমি

Apr 01, 2019, 16:49 PM IST
1/5

রমজান মাসে ভোট নিয়ে শুরুতেই আপত্তি করেছিল তৃণমূল। তবে সেই আপত্তিতে সাড়া দেয়নি নির্বাচন কমিশন। রবিবার বারুইপুরে গিয়ে সংখ্যালঘুদের  সভায় যাদবপুরের তৃণমূল প্রার্থীর ঘোষণা, ভোটের দিন রমজানের উপোস রাখবেন তিনি। 

2/5

ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের খতিয়ান পেশ করেন মিমি চক্রবর্তী। এরপরই তিনি বলেন, ''যতক্ষণ ভোট শেষ হবে না, ততক্ষণ রমজানের উপোস রাখব''। 

3/5

মিমি আরও বলেন, ''এখানে আসতে পারব না। কিন্তু ভাই-দাদাদের জন্য এটুকু তো করতেই পারি। আপনাদের সঙ্গেই ভোটর দিন উপোস ভাঙব''।

4/5

যাদবপুরের প্রার্থী আবেদন করেন, চুপচাপ জোড়াফুলে ছাপ দেবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।     

5/5

রাজনৈতিক মহলের মতে, সর্ব ধর্ম সম্বণ্বয়ের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথেই হাঁটলেন যাদবপুরের তৃণমূল প্রার্খী  মিমি।