গরমে হাফ প্যান্ট পরে খেলতে পারবেন ক্রিকেট! জনপ্রিয়তা বাড়াতে বদলে যাচ্ছে টেস্ট ক্রিকেটের নিয়ম
|
Apr 01, 2019, 19:20 PM IST
1/10
1
টি-টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি আসতে চলেছে একশো বলের ক্রিকেট। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগী ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আর তাই বদলে যাচ্ছে বেশ কয়েকটি নিয়ম।
2/10
2
ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের জার্সির পিছনে নম্বর থাকে। টেস্টেও জার্সি নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও লেখা থাকবে। যেমন ভারত অধিনায়ক বিরাট কোহলির অ্যাকাউন্টের নাম যেমন @VIRAT.KOHLI সঙ্গে ১৮ নম্বর লেখা থাকবে সাদা জার্সির পিছনে।
photos
TRENDING NOW
3/10
3
বদলে যাচ্ছে টস-এর নিয়ম। ম্যাচের আগে টস নয়, কয়েক ঘণ্টা আগে খোলা হবে টুইটার পোল আর সেই ফ্যান পোল ঠিক করে দেবে কোন দল আগে ব্যাটিং করবে।
4/10
4
৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই ক্রিকেটাররা শর্টস পরেও খেলতে পারবেন এবার থেকে।
এবার এক বলেই পেয়ে যাবেন দুটি উইকেট। ক্যাচ ধরে চাইলে ফিল্ডার উইকেটের অন্য দিকে ব্যাটসম্যানকে রান আউটও করতে পারবেন।
7/10
7
এবার থেকে টেস্টে 'নো বল' হলে বলা হবে 'Faults' আর 'ডট বল' হলে বলা হবে 'Aces'।
8/10
8
ডে-নাইট টেস্ট ক্রিকেটে রাতে চারের বদলে পাবেন ৮ রান আর ৬ রানের বদলে পাবেন এবার থেকে ১২ রান।
9/10
9
জুলাই থেকে শুরু হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপে দুটি দলের মধ্যে টাই হলে, অ্যাওয়ে সিরিজে রানের ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করা হবে।
10/10
10
আজ পয়লা এপ্রিল। আজ অল ফুলস ডে। আইসিসি-র এই নতুন নিয়ম নিয়ে তাই ধন্দে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মনে করছেন, এপ্রিল ফুলে ফ্যানেদের সঙ্গে মজায় মেতেছে আইসিসিও৷