বেআইনিভাবে বাংলো দখল, মুকুল রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা

May 10, 2019, 21:14 PM IST
1/6

কমলিকা সেনগুপ্ত: শেষ দু'দফার ভোটের আগে বিপাকে বিজেপি নেতা মুকুল রায়। তাঁর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন জনৈক আইনজীবী অরিন্দম ঘোষ। 

2/6

অরিন্দম ঘোষের দাবি, রাজ্যসভার সাংসদ থেকে ইস্তফা দেওয়ার পরও বিধি ভেঙে নয়াদিল্লিতে বরাদ্দ বাংলো দখল করে রেখেছেন মুকুল রায়। 

3/6

জনস্বার্থ মামলাকারীর বক্তব্য, ২০১৭ সালের ১১ অক্টোবর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মুকুল রায়। রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁকে বাংলো বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ইস্তফার পরও বাংলো খালি করেননি মুকুল রায়। সাধারণভাবে ইস্তফার পর ১ মাস অতিরিক্ত সময় দেওয়া হয়। তার বাইরে সময়সীমা বাড়ানোর ক্ষমতা নেই রাজ্যসভার হাউস কমিটির।   

4/6

বেআইনিভাবে পাঁচবার বাংলোয় থাকার সময়সীমা বাড়িয়ে নিয়েছেন মুকুল রায়। সাধারণের করদাতার টাকায় বাংলোসুখ ভোগ করছেন বিজেপি নেতা।   

5/6

আদালতের কাছে তাঁকে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়ার আবেদন করেছেন মামলাকারী। তাঁর আরও আর্জি, বাংলো আটকে রাখার জন্য বিজেপি নেতার কাছ থেকে প্রতি মাসে ৩০,০০০ টাকা ভাড়া উশুল করা হোক।  

6/6

২০১৭ সালের নভেম্বরে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়। তার আগেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।