1/8
২০১৯ সালে লোকসভা ভোটের প্রথম দফার আগে জোরালোভাবে ফিরে এল সারদা কেলেঙ্কারি। কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন নরেন্দ্র মোদী। ময়নাগুড়িতে তার পাল্টা জবাব দেন মমতা। আর বিকেলে রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে মুকুল দাবি করলেন, মমতার সৌজন্যে দুবার সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে দেখা করেছিলেন। সুদীপ্তকে ব্যক্তিগতভাবে চেনেন না তিনি।
2/8
কোচবিহারের সভায় নরেন্দ্র মোদী এদিন বলেন, ''রোজ বললেই এখানকার মানুষের কাঁটার কথা মনে পড়ে। নারদমুনি ত্রিলোকে ঘুরে বেড়াতেন। আর এখানে নারদ কেলেঙ্কারির সঙ্গে জুড়ে গিয়েছে। নারদা, সারদা, রোজভ্যালি দুর্নীতিতে আপনার আজীবনের সঞ্চয় লুঠে নিয়েছে। কার সিন্দুকে গিয়েছে? গরিবদের যাঁরা লুঠেছেন, তাঁদের কাছ থেকে হিসেব নেবে চৌকিদার। আপনাদের হিতের জন্য, দেশবাসীকে রক্ষার জন্য তটস্থ রয়েছে চৌকিদার''।
photos
TRENDING NOW
3/8
ময়নাগুড়ির সভায় নাম না করে মমতা তোপ দাগেন,''আজকেও দাঁড়িয়ে বলেছেন, তৃণমূল কংগ্রেস নাকি সারদা-নারদার পার্টি। ২০১৪ সালে একই কথা বলেছেন। ২০১৬ সালে একই কথা বলেছেন। যে লোকটা আপনার সামনে বসে সভা নিয়ন্ত্রণ করছে, সে-ই তো সারদা-নারদার সবচেয়ে বড় অভিযুক্ত।সারদা-নারদার দুটি অভিযোগ রয়েছে ওর বিরুদ্ধে। তাকে পাশে নিয়ে সভা করছেন। এমনকি হাওয়ালা কেলেঙ্কারিতে যুক্ত। হাওয়ালা কেলেঙ্কারির নায়ককে নিয়ে মিটিং করছেন''।
4/8
5/8
6/8
7/8
8/8
photos