বারাণসীর মতো গেরুয়া ঝড় তুলতে কলকাতায় রোড শো করতে চলেছেন মোদী: সূত্র

Apr 27, 2019, 21:55 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: বারাণসীতে লক্ষাধিক সমর্থকদের সঙ্গে রোড শো করে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গা ধারে বসেই একটি সর্বভারতীয় চ্যানেলকে সাক্ষাত্কারে মোদী জানিয়ে দিয়েছেন, কর্মীদের পাশে দাঁড়াতেই বারবার বাংলায় আসছেন তিনি। 

2/7

বিজেপি সূত্রের খবর, বারাণসীর মতো বাংলাতে হুডখোলা গাড়িতে রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী। 

3/7

১৯ মে সপ্তম তথা শেষ দফায় কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুরে ভোটগ্রহণ। ফলে তার আগেই কলকাতায় রোড শো হতে পারে মোদীর। 

4/7

মোদী কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে রোড শো করতে পারেন বলে বিজেপি সূত্রের খবর।   

5/7

বিজেপি সূত্রের খবর, রোড শো এমনভাবে পরিকল্পনা করা হবে, যাতে অন্তত তিনটি লোকসভা কেন্দ্র ছুঁতে পারেন মোদী। 

6/7

বারাণসীর রোড শো-র সঙ্গে টক্কর দিতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানালেন, এখনও পর্যন্ত ব্যাপারটা জল্পনার স্তরেই রয়েছে। তবে কলকাতায় নরেন্দ্র মোদী রোড শো করলে এটুকু বলতে পারি, সেদিন শহর স্তব্ধ হয়ে যাবে। লক্ষাধিক মানুষের ঢল নামবে কলকাতায়। 

7/7

তবে এখনও পর্যন্ত বিষয়টি চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে এসপিজি। বারাণসীতে রোড শো চলাকালীন একাধিকবার নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে বলে খবর। ফলে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও এসপিজি। রোড শোয়ের নীলনকশার অনুমোদনও তারাই দেবে।