১৯৮২ সালে ফুটবল বিশ্বকাপে ইতালিকে সমর্থন করেছিলেন ইন্দিরা গান্ধী: প্রিয়ঙ্কা
Apr 22, 2019, 15:33 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: কেরলের ওয়াইনাডে একের পর এক সভা করছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। আর সেখানে গিয়ে রাহুলের বোন দাবি করলেন, ফুটবল দেখতে পছন্দ করতেন তাঁর ঠাকুমা।
2/5
উত্তরপ্রদেশের অমেঠি ছাড়াও কেরলের ওয়াইনাড থেকে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। সেখানে ভাইয়ের হয়ে প্রচার করেন প্রিয়ঙ্কা।
photos
TRENDING NOW
3/5
প্রিয়ঙ্কা দাবি করেন, পাঁচ বছরে সর্বাধিক ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল সরকার। তাদের উপরে ভরসা করেছিলেন দেশবাসী। কিন্তু তাঁদের বিশ্বাসভঙ্গ করেছে সরকার।
4/5
ফুটবল নিয়ে কেরলের আবেগ রয়েছে। সেই আবেগ উস্কে দিতে প্রিয়ঙ্কা বলেন, খুব বেশি লোক জানেন না, আমার ঠাকুরা ইন্দিরা গান্ধী ১৯৮২ সালে ফুটবল বিশ্বকাপ দেখেছিলেন।
5/5
এরপরই প্রিয়ঙ্কা বলেন, ''আমরা ফাইনাল দেখছিলাম। ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম, কাকে সমর্থন করছো? তিনি বলেছিলেন, ভারত খেলছে না, তাই ইতালিকে সমর্থন করছি''। রাহুল গান্ধী ও তাঁর ছেলে ফুটবলভক্ত বলেও দাবি করেন প্রিয়ঙ্কা।