গরম মানুষকে উন্মাদ করে দিয়েছে, বাংলা ছাড়া কোথাও অশান্তি নেই, মুনমুনকে খোঁচা স্বস্তিকার

Apr 30, 2019, 21:01 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: আসানসোলের সোমবার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় তৃণমূল প্রার্থীর মন্তব্যে মেজাজ বিগড়ালো স্বস্তিকা মুখোপাধ্যায়। টুইটারে স্বস্তিকা লিখেছেন, বাংলা ছাড়া আর দেশের আর কোথাও হিংসা নেই। একইসঙ্গে তৃণমূল প্রার্থীর 'বেড টি' মন্তব্যেও ক্ষুব্ধ অভিনেত্রী।  

2/6

স্বস্তিকা লিখেছেন,''খুব দুঃখ লাগছে বাংলা জ্বলছে। সাধারণ মানুষকে মারধর করা হচ্ছে। ভোট না দিয়েই ফিরে আসছেন মানুষ। মমির ভূমিকায় পুলিস। নির্বাচনের উদ্দেশ্যটা কী? এটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের নামে কী ধরনের প্রহসন?''  

3/6

স্বস্তিকা আরও লিখেছেন, ''আসানসোলবাসী নিরাপদে থাকুন। ভোট দেওয়ার জন্য বেরিয়ে প্রাণহানি কাম্য নয়। দেশের আর কোথাও এই ধরনের হিংসা হচ্ছে না। শুধুমাত্র বাংলায় এটা হচ্ছে''।      

4/6

এর পাশাপাশি রাজনীতিবিদদেরও খোঁচা দিয়েছেন অভিনেত্রী। স্বস্তিকার মতে, ''রাজনীতিতে যোগ দিলে আর কেউ মানুষ থাকে না। আপনি রাজনীতিবিদ হয়ে যান। রাজনীতিবিদরা মানুষও নন, প্রাণীও নন। তাঁর শুধুমাত্র রাজনীতিবিদ। রাজনীতির মানদণ্ড অসংবেদনশীলতা, স্বার্থপরতা ও লোভ। দেশ সেবা ও দেশ সেখানে কোথাও নেই''।

5/6

আসানসোলে শাসক দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ করেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর গাড়িতে ভাঙচুরও করা হয়। এনিয়ে তৃণমূল প্রার্থী মুনমুন সেন বলেন, "আমার বেড টি-টা আজকে ওরা বড্ড দেরিতে দিয়েছে। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে। আমি কী বলব? আমি সত্যিই কিছু জানি না।"   

6/6

মুনমুনের 'বেড টি' মন্তব্যে বিঁধেছেন স্বস্তিকা। কারও নাম নিয়ে তিনি লিখেছেন,''নির্বাচনে লড়াই করছেন অথচ আপনার বেড টি সময়ে আসেনি বলে হিংসার খবর পেলেন না? গরমে মানুষকে উন্মাদ করে দিয়েছে। এভাবে চললে পাগল রাজা ও রানি দেশ চালাবে''।