বিজেপির হয়ে কাজ করেছে পুলিস, তাহেরের পর অভিযোগ তৃণমূল প্রার্থী অর্পিতার

Apr 23, 2019, 18:58 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: মুর্শিদাবাদের পর বালুরঘাটের তৃণমূল প্রার্থীও পুলিসের বিরুদ্ধে তুললেন অসহযোগিতার অভিযোগ। 

2/5

মঙ্গলবার কুশমণ্ডি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭/৮৯ নম্বর বুথে পৌঁছন অর্পিতা ঘোষ। সেখানে পৌঁছে বালুরঘাটের তৃণমূল প্রার্থী অভিযোগ করেন, পুলিস ঠিকমতো কাজ করছে না।   

3/5

অর্পিতা অভিযোগ করেন, পুলিস বিজেপির হয়ে কাজ করছে। তাঁর অভিযোগের পর বদলি হন ওই বুথের দায়িত্বে থাকা পুলিস কর্মীরা। 

4/5

খবর পেয়ে ওই বুথে পৌঁছে যান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সৌজন্য বিনিময় করেন দুই প্রার্থী। 

5/5

ওদিকে আবার মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী অভিযোগ করেন, ''ডোমকল পুর এলাকাতে পুলিশকে দেখলাম বাড়ি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এজেন্ট বসাচ্ছে। বাড়ি বাড়ি থেকে ভোটারদের ডেকে নিয়ে গিয়ে ভোট দেওয়ানো হচ্ছে।  তারা যেন দায়িত্বই নিয়ে নিয়েছে যে এখানে বিজেপি কে, কোথাও কংগ্রেসকে জেতাবে। পুলিস রাজ্য সরকারের হলেও জানি না তারা কেন আজকে এরকম অসহযোগিতা করল আমাদের সঙ্গে। সমস্ত জায়গাতেই পুলিশ আজ আমাদের সঙ্গে অসহযোগিতা করেছে। কোথাও আমাদের কোন কর্মীকে দাঁড়াতে দেওয়া হয়নি। প্রত্যেকটা জায়গায় মারধর করা হয়েছে। প্রত্যেকটা জায়গাতেই পুলিশ এত বেশি সক্রিয় যেন মনে হচ্ছে বাড়ি থেকে তাদের জোর করে তুলে নিয়ে এসে ভোট দেওয়াবে''।