করোনার দ্বিতীয় ঢেউয়ে 'লং কোভিড' যা ছাড়তে লাগবে ৩ মাস

সবচেয়ে কমন 'লং কোভিড' লক্ষণগুলি হল নর্মাল কোভিডের বৈশিষ্ঠ্যগুলোর মতই। যেমন- কাশি, হাঁচি, জ্বর, সর্দি, গলা ব্যাথা, শ্বাস নিতে কষ্ট হয়

Mar 25, 2021, 16:41 PM IST
1/6

2/6

 'লং কোভিড' বা দীর্ঘকালীন কোভিড: যারা দীর্ঘ সময় ধরে করোনাতে আক্রান্ত, তাঁদের শরীরের বিভিন্ন অঙ্গতে ক্ষতি হয়ে থাকে। পাশাপাশি দিন যত যায় তাঁরা মানষিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পরে। 

3/6

যদি কোনও ব্যক্তির কোভিডের লক্ষণ নাও থাকে তবুও তাঁর 'লং কোভিড' হতে পারে এমনকি কোভিড টেস্ট নেগেটিভ আসলেও 'লং কোভিড'-এ আক্রান্ত হতে পারেন।  

4/6

জেনে নিন, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী 'লং কোভিড'-র জটিলতা কী কী? 

5/6

US-র Columbia University-র মতামত অনুযায়ী, বেশির ভাগ 'লং কোভিড' রোগীদের অনেকরকম শারীরিক জটিলতা দেখা যায় যেমন- বুকে ব্যথা, স্ট্রোক,রক্ত জমাট বাঁধার মতো সমস্যা দেখা যায়।

6/6

যদি কোনও COVID ছাড়া অন্য কোনও রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে  'লং কোভিড' আপনার জন্য ভয়ের। যাদের COVID হয়ে গিয়েছে তাঁদের  'লং কোভিড'-র  লক্ষণগুলো দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসায় থাকা উচিত। কোনওভাবেই করোনাকে হালকা নেবেন না।