শনিদেবের কৃপা পেতে বিশেষ করে শনিবারগুলিতে কী কী করবেন জেনে নিন...

Appeasing Lord Shani: কমপক্ষে ১৯টি শনিবার উপোস করতে হয়। আর কেউ যদি ৫১টি শনিবার উপবাস করেন তবে তো তার চেয়ে ভালো কিছু হয় না। উপোসের দিন সকালে স্নান এবং ধ্যান, পরে শনিমন্ত্র জপ।

| Mar 25, 2023, 13:54 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিদেবকে নিয়ে আগ্রহের শেষ নেই, ভয় আছে, সংকোচ আছে আবার কৌতূহলও আছে। সাধারণত শনিদেবের নাম উঠলেই অনেককে ভয় পেতে দেখা যায়। শনির সাড়ে সাতিয়া , শনির বক্র দৃষ্টি ইত্যাদির কারণে এই ভয় আরও বাড়ে বলে মত তাঁদের। কারও কুণ্ডলীতে শনির অবস্থান দুর্বল হলে তাঁকে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। 

1/6

উপবাস সাধারণত শুক্লপক্ষের শনিবার

শনিবারের উপবাস সাধারণত শুক্লপক্ষের শনিবারই শুরু করা রীতি। এবং কমপক্ষে ১৯টি শনিবার উপোস করতে হয়। আর কেউ যদি ৫১টি শনিবার উপবাস করেন তবে তো তার চেয়ে ভালো কিছু হয় না। উপোসের দিন সকালে স্নান এবং ধ্যান, পরে শনিমন্ত্র জপ। এরপর পরিষ্কার জলে কালো তিল, ফুল, লবঙ্গ, চিনি, গঙ্গাজল এবং সামান্য দুধ মিশিয়ে পশ্চিমমুখী দাঁড়িয়ে অশ্বত্থ গাছে নিবেদন করতে হবে। সন্ধ্যায় কোনও ব্রাহ্মণকে লাড্ডু তিল তেল ইত্যাদি দান রীতি। শেষতম উপবাসের দিন যজ্ঞ এবং শনিস্তোত্র পাঠ করণীয়।

2/6

শনিবারই বিশেষভাবে শিবের পূজা

শনিবার বিশেষ করে কী করবেন শনিকে তুষ্ট করার জন্য: প্রতি শনিবার উপোস করুন এবং প্রতি শনিবারই বিশেষভাবে শিবের পূজা করুন।

3/6

শনিবার রাতে

শনিবার রাতে শিবমন্দির, হনুমান মন্দির এবং অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।

4/6

প্রদীপ নিবেদন

শনিবার শনিদেবকেও সর্ষের তেলের প্রদীপ নিবেদন করুন, শনিবার অবশ্যই শনির মন্ত্রও জপ করুন। 

5/6

শনিবার শনিশ্চর স্তোত্র পাঠ

শনিবার শনিশ্চর স্তোত্র পাঠও জরুরি। এবং খুব ভালো করে খেয়াল রাখুন, শনিবার তেল, কয়লা, লোহা এবং নুন ইত্যাদি আদপেই কিনবেন না।  

6/6

শনিদেব সকলকেই কর্মের পূর্ণ ফল দেন

এমন নয় যে, শনি শুধু দুঃখ-কষ্ট যন্ত্রণা-সংকটই দেন। শনিদেব সকলকেই কর্মের পূর্ণ ফল দেন, এ বিষয়ে তিনি কার্পণ্য করেন না।