মাসের শুরুতেই বেড়ে গেল রান্নার গ্যাসের দাম

Apr 01, 2019, 13:08 PM IST
1/5

S 5

S 5

কিছুটা হলেও চাপ বাড়ল হেঁশেলে। ১ এপ্রিল থেকে দাম বাড়াল ভর্তুকিযুক্ত ও ভর্তুকিবিহীন সিলিন্ডারের।

2/5

S 4

S 4

গত মাসের সঙ্গে তুলনা করলে এমাসে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ পয়সা এবং ভর্তুকিবিহীন রান্নার গ্যাগের দাম বাড়ল সিলিন্ডারপিছু ৫ টাকা। এই বৃদ্ধি অবশ্য দিল্লির।

3/5

S 3

S 3

দিল্লিতে ভর্তুকিযুক্ত গ্যাসের সিলিন্ডারের(১৪.২ কেজি) দাম হল ৪৯৫.৮৬ টাকা ও ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম হল ৭০৬.৫০ টাকা।

4/5

S 2

S 2

মুম্বইয়ে ১ এপ্রিল থেকে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হল ৪৯৩.৫৭ টাকা ও ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম হল ৬৭৩.৫০ টাকা।

5/5

s 1

s 1

এর আগে দু’রকম সিলিন্ডারের দামই কমেছিল। ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম কমে ৫.২৯ টাকা ও ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম কমে ১০৮ টাকা।