নির্বাচনী প্রচারে এসে কাস্তে হাতে মাঠে নেমে পড়লেন ড্রিমগার্ল

Apr 01, 2019, 11:37 AM IST
1/6

s 6

s 6

পরনে ম্যাচিং শাড়ি। নির্বাচনী প্রচারে কাস্তে হাতে মাঠে নেমে পড়লেন মথুরার সাংসদ হেমা মালিনী। মিশে গেলেন মথুরার গোবর্ধন ক্ষেত্র-র মাঠে। সেখানে কর্মরত মহিলাদের সঙ্গে গম কাটলেন। তাদের সঙ্গে কথা বললেন অনেকক্ষণ ধরে।

2/6

S 5

S 5

বিরোধীরা বহিরাগত বলে প্রচার করলেও ২০১৪ সালে মথুরা থেকে ৩,৩০,০০০ ভোটে জিতেছিলেন ড্রিমর্গাল। প্রতিপক্ষ ছিলেন আরএলডি-র জয়ন্ত চৌধরি। এবার এলাকায় গুঞ্জন, তেমন কোনও কাজই করেননি হেমা। তবুও বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়ছেন না তিনি।

3/6

S 4

S 4

হেমার দাবি, মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আমার আগে মথুরায় কেউ তেমন কাজ করেননি। গত পাঁচ বছরে বহু কাজ করেছি।

4/6

S 3

S 3

উত্তরপ্রদেশের বসপা-সপা জোটের দাবি, এবার লড়াই হবে বহিরাগত বনাম ব্রজবাসীদের।

5/6

S 2

S 2

বিরোধীদের পাল্টা দিয়েছেন হেমা। তাঁর দাবি মুম্বইয়ে আমার বাড়ি হেত পারে কিন্তু এখানেও আমার একটি ঘর রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে আমি বৃন্দাবনবাসী। মথুরার সঙ্গে একটা আত্মিক যোগ অনুভব করি।

6/6

s 1

s 1

বিরোধীদের নিশানা করে হেমা আরও বলেন, আড়াইশো বারেরও বেশি মথুরায় এসেছি। মুম্বই থেকে আসা যাওয়া করা খুব সহজ নয়। আমি কৃষ্ণের ভক্ত। তাই আমাকে উপেক্ষা করা সহজ নয়।