'মাতাল'-এর জবাব 'দাঁতাল'-এ দিলেন মদন মিত্র

Apr 27, 2019, 18:15 PM IST
1/5

অর্জুন সিং তাঁকে বলেছিলেন, 'মাতাল'। সেই কটাক্ষ ফিরিয়ে দিয়ে মদন মিত্র নিজেকে দাবি করলেন 'দাঁতাল' বলে।

2/5

ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে বিস্মৃতির অতল থেকে তুলে এনে মদন মিত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সিউড়ির জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে মদন মিত্রের নাম ঘোষণা করতেই হই চই পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

3/5

যদিও প্রার্থী হিসেবে মদন মিত্রকে কোনও আমল দেননি অর্জুন সিং। তাঁর স্পষ্ট কথা, "ভাটপাড়া একটা বর্ধিষ্ণু জায়গা। এখানে অভিজাত মানুষের বাস। এখানে মদন মিত্র  প্রার্থী হওয়া মানে বিজেপির জয় নিশ্চিত। মদন মিত্রের জামানত জব্দ হবে ভাটপাড়াতে।"  

4/5

পাশাপাশি "মদন মাতাল, সন্ধের পর মাতাল হয়ে যায়," বলেও কটাক্ষ করতে শোনা যায় অর্জুন সিংকে। এদিন নিজের নির্বাচনী কেন্দ্র ভাটপাড়ায় এসে সেই কটাক্ষের জবাব দিলেন মদন মিত্র।

5/5

জগদ্দলের রুস্তম গুমটিতে দাঁড়িয়ে মদন মিত্র বলেন, "আমি বুনো দাঁতাল। দাঁতাল যদি দৌড় করায় তাহলে আর থামবে না। দৌড়েই যাবে।" এভাবেই 'মাতাল'-এর জবাব 'দাঁতাল'-এ দিলেন মদন মিত্র।