তাপস পালের মৃত্যুতে কষ্ট পেলেন মাধুরি, পরিবারের প্রতি শোক জানিয়ে করলেন ট্যুইট

Feb 19, 2020, 09:35 AM IST
1/5

মাধুরি দিক্ষিতের সঙ্গে অবোধ সিনেমায় অভিনয় করেন তিনি। অবোধ দিয়েই বলিউডে পা রাখেন মাধুরি। আর সেই সিনেমাতেই তাপস পালের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী  

2/5

মঙ্গলবার তাপস পালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে শিল্পী মহল। টলিউডের পাশাপাশি তাপস পালের মৃত্যুতে শোক প্রকাশ করেন মাধুরি দিক্ষিতও।

3/5

নিজের সোশ্যাল হ্যান্ডেলে মাধুরি লেখেন, তাপস পালের সঙ্গে প্রথম অভিনয় করেছিলেন। তাঁর প্রথম অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ তিনি 

4/5

তাপস পালের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মাধুরি লেখেন, এই কঠিন সময় ঈশ্বর সহায় হন প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি 

5/5

 প্রসঙ্গত ১৯৮৪ সালে তাপস পালের সঙ্গে অবোধ-এ অভিনয় করেন মাধুরি  দিক্ষিত