টিকটকে টুকলি! পরীক্ষা শুরুর আধঘণ্টার মধ্যেই মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের গুজব

Feb 19, 2020, 17:29 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : টিকটকে ফাঁস প্রশ্নপত্র? টিকটক করে মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল মালদায়। যদিও পুরোটাই গুজব।

2/5

মালদার রতুয়ার সামসিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে পুলিস আটক করে বলেও জানা যায়। সঙ্গে সঙ্গেই গুজব ছড়িয়ে পড়ে।

3/5

অভিযোগ, পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই 'বর্ষা' নামে একটি টিকটক প্রোফাইল থেকে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। সূত্রে খবর, সেই টিকটক ভিডিয়ো দেখে একজনকে আটক করে পুলিস। যদিও পরে দেখা যায়, ভিডিয়োটি ৫ দিন আগে টিকটক প্রোফাইলটিতে আপলোড করা।  

4/5

অন্যদিকে, বৈদ্যনাথপুর হাইস্কুলে পরীক্ষাকেন্দ্রের ভিতর মোবাইল নিয়ে যাওয়া ও পরীক্ষাকেন্দ্রের বাইরে প্রশ্নপত্র পাচারের অভিযোগে শেখ ওসমান বলে একজনের পরীক্ষা বাতিল করেছেন স্কুলমাস্টার।

5/5

প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনও মালদায় টোকাটুকির ছবি ভাইরাল হয়েছে। পাঁচিল টপকে দেওয়াল বেয়ে উঠে জানলা দিয়ে উত্তরপত্র সরবরাহ করতে দেখা যায় ভালুকা হাইস্কুলে।