Mahalaya 2021: মহালয়ার ভোরে 'ত্রি-দুর্গা'র টক্কর, বাঙালির হৃদয় জয় করবেন কোন জন?

Sep 11, 2021, 19:07 PM IST
1/7

আগামী ৬ অক্টোবর, ২০২১ মহালয়া

 নিজস্ব প্রতিবেদন: 'যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী...' শরতের বাতাসে কান পাতলেই মহালয়ার আর বেশি দিন বাকি নেই। আগামী ৬ অক্টোবর, ২০২১ মহালয়া। মহলয়ার এই শুভক্ষণে রেডিও শোনার পরেই, বাঙালির ঘরে সাত সকালেই 'মা' কে দেখার জন্য টিভি চলে। কল্পনার হলেও তিনি যে 'মা', তাই অধীর আগ্রহে বাঙালির দর্শকরা থাকেন প্রতিবছরের দুর্গা অবতারে তাঁরা কাকে দেখতে পাবেন, সেই অপেক্ষায়। আর এই অপেক্ষারই অবসান হতে চলেছে।অভিনেতা Subhashree Ganguly, Koel Mallick এবং টেলিভিশনের জনপ্রিয় মুখ Ditipriya Roy কে এই বছরের  মহিষাসুরমর্দিনীরূপে দেখতে চলেছেন বাঙালি। 

2/7

মহালয়ার শুভক্ষণে 'মা দুর্গা' অবতারে পর্দায় দেখতে চলেছে

Ditipriya শিশু শিল্পী হিসাবে টেলিভিশনে তাঁর জীবন শুরু করেছিলেন। মা, দুর্গা, অপরাজিতা, ব্যোমকেশ, বামখ্যাপা, তোমায় আমায় মিলে এবং তাঁর জনপ্রিয় ধারাবাহিক 'রানি রাসমণি'। এবার দর্শক তাঁকে মহালয়ার শুভক্ষণে 'মা দুর্গা' অবতারে পর্দায় দেখতে চলেছে।   

3/7

 'রানি রাসমণি' ধারাবাহিকের জনপ্রিয়তা এখনও দর্শকের মনে রয়েছে। স্টার জলসা চ্যানেলে মহিষাসুরমর্দিনীরূপে দেখতে পাওয়া যাবে তাঁকে। 

4/7

মা হওয়ার পর চেহারায় পরিবর্তন এসেছে শুভশ্রীর। তবে মাতৃত্বের চেয়ে বড় সৌন্দর্য যে কিছু হয় না, একথা তিনি নিজেই জানিয়েছেন।  Subhashree Gangulyকে এর আগেও দুর্গা রূপে দর্শক পেয়েছেন। তবে বাস্তবে মা হওয়ার পরে তাঁকে এই প্রথম স্ক্রিনে 'দুর্গা' রুপে পেতে চলেছেন দর্শকেরা। 

5/7

জি বাংলার মহালয়ার টিজার প্রকাশ্যে আসামাত্রই নেটিজেনদের কাছে আলোচনার বিষয় এটি

জি বাংলার মহালয়ার টিজার প্রকাশ্যে আসামাত্রই নেটিজেনদের কাছে আলোচনার বিষয় এটি। সোশ্যাল মিডিয়ায় আপতত ভাইরালের পথে এই অভিনব টিজার। 

6/7

দূর্গার ভূমিকায় কোয়েল মল্লিক দর্শকের কাছে বরাবরের জন্য প্রিয়

 দূর্গার ভূমিকায় কোয়েল মল্লিক দর্শকের কাছে বরাবরের জন্য প্রিয়। মা হওয়ার পরে তাঁকেও  দূর্গা  অবতারে টিভির স্ক্রিনে দেখতে পাবেন দর্শকরা। 

7/7

Colors বাংলার পর্দায় মহিষাসুরমর্দিনীরূপে দেখতে পাওয়া যাবে Koel Mallickকে

Colors বাংলার পর্দায় মহিষাসুরমর্দিনীরূপে দেখতে পাওয়া যাবে Koel Mallickকে।